Scores

বাংলাদেশের বিপক্ষে খেলছেন না রাসেল!

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ার পর স্টিভ রোডসকে প্রশ্ন করা হয়েছিল- উইন্ডিজ দলের কোন ক্রিকেটার হতে পারেন বাংলাদেশের ‘হুমকি’। বাংলাদেশ দলের কোচ জানিয়েছিলেন আন্দ্রে রাসেলের নাম। দুর্দান্ত ও আক্রমণাত্মক এই অলরাউন্ডার বাংলাদেশের ত্রাস হয়ে উঠতে পারতেন ক্যারিবীয়দের পক্ষে।

বাংলাদেশের বিপক্ষে খেলছেন না রাসেল!

তবে টাইগার সমর্থকদের জন্য স্বস্তির খবর, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সম্ভবত খেলাই হচ্ছে না রাসেলের!

Also Read - পাকিস্তানের বিপক্ষে রোহিত-কোহলিদের রান-পাহাড়


ম্যাচের আগের দিন রোববার (১৬ জুন) টনটনে প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেছে উইন্ডিজ। অথচ সেই অনুশীলনে ছিলেন না রাসেল। তখনই ধারণা পাওয়া যায় তার চোটের ব্যাপারে। জানা গেছে, যে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভেসে যাওয়া ম্যাচের একাদশে ছিলেন না, সেই চোটই তাকে বাংলাদেশের বিপক্ষে খেলতে দিচ্ছে না।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না রাসেল। বল করার সময় হাঁটছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠবেন বলে প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের। সেটি না হওয়ায় ক্যারিবীয়রা মন খারাপ করতেই পারে। বাংলাদেশ যে সবচেয়ে বড় হুমকি মনে করছিল এই রাসেলকেই!

রাসেলের চোটের কারণে কপাল খুলে যেতে পারে ড্যারেন ব্রাভোর। দলের সাথে ম্যাচের আগে করেছেন কঠোর অনুশীলন। দুই ম্যাচ খেলে ব্রাভো অবশ্য এখনো দ্বাদশ বিশ্বকাপে রানের খাটাই খুলতে পারেননি। এক ম্যাচে ব্যাট হাতে নিয়ে ফিরেছেন শূন্য রানে, আরেক ম্যাচে ব্যাটই করতে হয়নি। রাসেলের ঘাটতি পোষানোর পাশাপাশি স্লিপে বাংলাদেশের ‘এজ’ হওয়া বল তালুবন্দী করতে সচেষ্ট থাকতে দেখা যেতে পারে তাকে!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক