Scores

‘বাংলাদেশের বিপক্ষে জিতে আমরা রেটিং পয়েন্ট বাড়াতে চাই’

লাসিথ মালিঙ্গা তার ক্যারিয়ারের শেষ প্রহরে। মাসদুয়েক আগে বিশ্বকাপের পরই বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন। যদিও বোর্ডের অনুরোধে বেছে নিয়েছেন ঘরের মাঠে খেলে বিদায় নেওয়ার সুযোগ।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচেই মালিঙ্গাকে চায় শ্রীলঙ্কা

মালিঙ্গাকে বোর্ড অনুরোধ করবেই না কেন! বিশ্বকাপে দেখিয়েছেন ‘বুড়ো হাড়ে’র ভেলকি। চলতি মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। স্বাগতিকের ভূমিকায় থেকে এই সিরিজ জিতে দলটি অবশ্যই চাইবে বিশ্বকাপ-ব্যর্থতা ভুলতে।

Also Read - কোচ নিয়োগের বিষয়ে ‘কম কথায়’ খুশি বোর্ড


আর এই সিরিজে মালিঙ্গাকে তিনটি ম্যাচেই চায় শ্রীলঙ্কা। যদিও মালিঙ্গা চাইছেন সিরিজের প্রথম ম্যাচ খেলেই বিদায় জানাতে।

এ বিষয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান নির্বাচক আশান্থা ডি মেল বলেন, ‘২৬ জুলাই প্রথম ওয়ানডে খেলেই মালিঙ্গা অবসরে যেতে চায়। তবে আমি আত্মবিশ্বাসী- তাকে পুরো সিরিজে খেলার জন্য রাজি করাতে পারব। একদিনের ক্রিকেট থেকে সে অবসর নেওয়ার আগে পুরো সিরিজটা খেলুক, এটাই চাইছি আমরা। এই ব্যাপারটি আমি দেখব।’

বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে আসর শেষ করলেও শ্রীলঙ্কার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বোর্ড। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের হারিয়ে ফের সাফল্যের ধারায় ফিরতে চায় একবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ডি মেল বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিতে আমরা রেটিং পয়েন্ট বাড়াতে চাই।’

একনজরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি

তারিখ ম্যাচ/যাত্রা ভেন্যু
২৬ জুলাই ২০১৯ ১ম একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৮ জুলাই ২০১৯ ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৩১ জুলাই ২০১৯ ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১ আগস্ট ২০১৯ শ্রীলঙ্কা ত্যাগ করবে বাংলাদেশ দল

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আফগানিস্তান টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা

কলম্বো টেস্ট: বৃষ্টির বাগড়ায় বাধাগ্রস্ত কিউই পেসারদের দাপট

‘শ্রীলঙ্কায় ভরাডুবিতে মুষড়ে পড়ার কিছু নেই’

ভিডিওঃ আগুন ঝরানো বোলিংয়ে আর্চারের ৬ উইকেট

ফুলে ফেঁপে উঠল ভারতের কোষাগার