Scores

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

আসন্ন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টের ক্যাম্পের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি হবে প্রথম টেস্ট। এদিকে ঘোষিত স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু হবে ২০ জানুয়ারি (সোমবার)।

টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন আজহার আলী। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের তিনজন ক্রিকেটার আছেন এই টেস্ট দলে। এরা হলেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।

Also Read - '৭ রানে ৭ উইকেট' দেখল বিগ ব্যাশ


২০ জানুয়ারি টেস্ট ক্যাম্প শুরু হলেও এই তিন ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই ক্যাম্পে যোগ দিবেন।  পাকিস্তানের এই প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে টি-টোয়েন্টি সিরিজের পরে।

এক নজরে প্রথম টেস্টের জন্য পাকিস্তানের প্রাথমিক দলঃ আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, নাসিম শাহ, শাহিন শাহ আফিরদি, শান মাসুদ, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি।

উল্লেখ্য, বাংলাদেশের পাকিস্তান সফরকে তিনভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর প্রথম টেস্ট। বাংলাদেশের তৃতীয় পাকিস্তান সফরে থাকবে এক ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট।

একনজরে বাংলাদেশ দলের পাকিস্তান সফরসূচি

তারিখম্যাচভেন্যু
২৪ জানুয়ারি১ম টি-টোয়েন্টিলাহোর
২৫ জানুয়ারি২য় টি-টোয়েন্টিলাহোর
২৭ জানুয়ারি৩য় টি-টোয়েন্টিলাহোর
৭-১১ ফেব্রুয়ারি১ম টেস্টরাওয়ালপিন্ডি
৩ এপ্রিলএকমাত্র ওয়ানডেকরাচি
৫-৯ এপ্রিল২য় টেস্টকরাচি

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

এশিয়া কাপ আয়োজনের আশা ছেড়ে দিচ্ছে পাকিস্তান!

পাকিস্তানের ক্রিকেটে নিষিদ্ধ উমর আকমল

পাকিস্তানকে হারিয়ে হুঙ্কার দিয়ে রাখল বাঘিনীরা

‘এপ্রোচ, মাইন্ডসেট- কোনোটাই ভালো লাগেনি’

সেই বীর চালকের সাথে দেখা করলেন সাঙ্গাকারা