Scores

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াডে কেন এত খেলোয়াড়?

হোম সিরিজগুলোতে স্বাগতিক দল যেকোনো সময় স্কোয়াডে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ পায়। সেই সুবিধা কাজে লাগিয়ে বেশিরভাগ দলই পুরো সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা না করে পৃথক ম্যাচের জন্য দফায় দফায় দল ঘোষণা করে, যদি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ভাবনা থাকে।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াডে কেন এত খেলোয়াড়?

তবে সেই প্রথাকে যেন বুড়ো আঙুল দেখাল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য লঙ্কান বোর্ড যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে খেলোয়াড়ের সংখ্যা ২২!

Also Read - প্রস্তুতি ম্যাচেই বড় পরীক্ষা দিতে হবে টাইগারদের


শ্রীলঙ্কার সেই দল ঘোষণার আনুষ্ঠানিকতা সারা হল শুক্রবার (১৯ জুলাই)। কিন্তু সেই স্কোয়াড দেখে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় দ্বিধা। আসলেই মূল স্কোয়াড তো? সাধারণত প্রাথমিক স্কোয়াডই হয় এমন কুঁড়ির কম-বেশি সংখ্যক সদস্যের! এসএলসি ঘোষিত স্কোয়াডটি যে সত্যিই মূল স্কোয়াড, তা বুঝতেই বেশ সময় লেগে যাওয়া তাই অস্বাভাবিক নয়!

শ্রীলঙ্কার ২২ সদস্যের দল ঘোষণার কারণ অবশ্য একটিই- পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বকাপটা ভালো যায়নি। বিশ্বকাপ দল নিয়েও ছিল বিতর্ক। তাই বিশাল আকারের দল নিয়ে যাচাই করার প্রচেষ্টা। অবশ্য এই দল নিয়েও যে বিতর্ক নেই এমনটিও নয়। ২২ সদস্যের দলেও জায়গা পাননি দীনেশ চান্দিমালের মত অভিজ্ঞ ক্রিকেটার, যিনি কিনা কয়েক মাস আগে জাতীয় দলের অধিনায়কও ছিলেন!

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক আশান্থা ডি মেল বড় দল ঘোষণার ব্যাখ্যায় জানালেন, বড় স্কোয়াড ঘোষণা করলেও প্রতি ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট বসবে একাদশ বাছাইয়ের জন্য। শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা ২২ খেলোয়াড়ের বিশাল স্কোয়াড করেছি কারণ দল নিয়ে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চাচ্ছি। এটি হোম সিরিজ। প্রত্যেক ম্যাচের আগেই আমরা আলাদাভাবে একাদশ বাছাই করব।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের বিপক্ষে একাধিক দিবারাত্রির ম্যাচ চায় অজিরা

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক

ধর্মঘটের হুমকি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের

বিয়ের দাওয়াত না পেয়ে রশিদের ‘খোঁচা’

বুমরাহকে ‘বাচ্চা বোলার’ বললেন রাজ্জাক