Scores

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া ওয়ার্নার

CRICKET AUSTRALIA SOUTH AFRICA

অস্ট্রেলিয়ার ওপেনার ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার মনে করেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ জিতে ভক্তদের নিজেদের আরো কাছে আনতে সহয়তা করবে।

বেশ কিছুদিন নিজেদের ক্রিকেটারদের বেতন নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তারা। যার কারণে ২৩০ জন ক্রিকেটারের উপরে ছিলেন কর্মবিহীন। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের এমন দ্বন্দ্বে সংশয় ছিল বাংলাদেশ সফর নিয়েও। তবে ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Also Read - ভিলিয়ার্সকে টেস্টে ফেরার অনুরোধ শন পোলকের


তাই এইগুলো ভুলে থাকতে চান এই অস্ট্রেলিয়ান ওপেনার। তার মূল ভাবনায় শুধুই বাংলাদেশ সিরিজ। তার মতে বাংলাদেশের বিপক্ষে জিতে আবারো ভক্তদের মন জয় করতে সক্ষম হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিনি বলেন,

“আমরা বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে আছি। তাঁদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা এবং বাইরের সিরিজ গুলো জয় করার জন্য বাংলাদেশ সফরকেই আমরা টার্গেট করেছি। তারপর আমরা ভারতের বিপক্ষে ওয়ান-ডে ম্যাচ নিয়ে ভাববো। পরবর্তীতে অ্যাশেজ সিরিজ তো রয়েছেই।”

তিনি আরো যোগ করেন, “এতদিন মিডিয়াতে যা ঘটেছে সেটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই আমরা আবারো স্বরূপে ফেরার চেস্টা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

গাঙ্গুলির জন্যই বিশ্বকাপ জিতেছেন ধোনি; দাবি গম্ভীরের

ফিল্ডারহীন মাঠের ২২ গজে ‘বিরতিহীন’ দৌড়

আর্চারের তাচ্ছিল্যের জবাব দিয়েও ক্ষমা চাইলেন বেস্ট

সাউদাম্পটন টেস্ট : এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

উনপাঁজুরে স্টেন নিকোলস, মূল দোষী কে বা কারা?