Scores

বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে অনীহা ক্রিকেট অস্ট্রেলিয়ার

গত বছরের আগস্টেই বহু প্রতীক্ষিত দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০১৫ সালে বাংলাদেশ সফর করার কথা থাকলেও নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেটি পিছিয়ে আনা হয় তার দুই বছর পর। দুই ম্যাচ টেস্ট খেলতে এসে খালি হাতে ফিরে যায়নি স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।

বাংলাদেশের সাথে খেলতে অনীহা ক্রিকেট অস্ট্রেলিয়ার

প্রথম ম্যাচে মুশফিকদের কাছে ২০ রানে হারলেও দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের জয় নিয়ে ফিরে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী এবার আগস্টে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফর করার কথা বাংলাদেশের। তবে সেখানে বেঁধেছে বিপত্তি। বাংলাদেশের সাথে খেলতে অনীহা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Also Read - ব্যাটিং ধ্বস বাংলাদেশের, ফাইনালে শ্রীলঙ্কা


বুধবার বিসিবিকে মেইলের মাধ্যমে সিরিজ আয়োজনে বিভিন্ন সমস্যার কারণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমত প্রধান কারণ দেখিয়েছে বাংলাদেশের সাথে সিরিজ আয়োজনে পর্যাপ্ত স্পন্সর না পাওয়ার আশঙ্কা রয়েছে। অথচ বাইরের দেশে এখন অনেক দেশি কোম্পানি স্পন্সর করে থাকে।

দ্বিতীয় কারণ হিসেবে দেখিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্রডকাস্ট পার্টনারের সিরিজ আয়োজনে অনীহা। মূলত চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। তারা এই সিরিজটি সম্প্রচার নিয়ে তেমন একটা আগ্রহ দেখায়নি বলে বিসিবিকে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তৃতীয় কারণ হিসেবে দেখিয়েছে বাংলাদেশের সাথে সিরিজ আয়োজন করলে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্সে যা হওয়ার মাত্রা খুবই কম। কেননা ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে যথেষ্ট সাপোর্ট পেয়েছিলো বাংলাদেশ।

চতুর্থ কারণ হিসেবে দেখিয়েছে ওই সময় ক্রিকেট আয়োজনের জন্য অনুপযুক্ত আবহাওয়া। মূলত ওই সময় অস্ট্রেলিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকে। এই কারণে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে অনীহা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়াও বাংলাদেশ শেষবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করেছিল ২০০৩ সালে।

সেই সময় খুব বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। তবে সময়টা বদলেছে, বাংলাদেশ দল এখন প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসে। হোক না সেটা দেশের বাইরে সিরিজ।

আরও পড়ুনঃ ব্যাটিং ধ্বস বাংলাদেশের, ফাইনালে শ্রীলঙ্কা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সালমা-জাহানারাদের স্বপ্ন ভঙ্গ

টেস্ট নয়, অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ম্যাচ

বাশারের স্মৃতি রোমন্থন

অস্ট্রেলিয়াকে হারাতে তামিমের ফর্মূলা

পানির দুর্গন্ধের কারণেই হচ্ছে না অনুশীলন ম্যাচ!