Scores

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যর বড় স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকরা। এ সিরিজে উপেক্ষিত অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। এইদিকে দলে ফিরেছেন নিরোশান ডিকভেলা, আকিলা ধনাঞ্জয়া ও লাকশান সান্দকান।

শ্রীলঙ্কার সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা আছে জয়াবর্ধনে

শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যর দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ। দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে থাকায় তাদের বদলি ক্রিকেটারেরও নাম ঘোষণা হয়ে গিয়েছে। মোটকথা ১৪ সদস্যর দল শ্রীলঙ্কায় যাবে। সেখানে এ সিরিজের জন্য দিমুথ করুনারত্নেকে অধিনায়ক রেখে ২২ সদস্যর দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

Also Read - অস্ট্রেলিয়ায় আবাস গড়বেন মালিঙ্গা


এ সিরিজের জন্য বিশ্বকাপ দলে থাকা চার ক্রিকেটারকে ছেটে ফেলে যুক্ত করা হয়েছে ১০ ক্রিকেটার! বিশ্বকাপ দলে জায়গা না হওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ডাক পেয়েছেন এ সিরিজে। অন্যদিকে বিশ্বকাপে স্কোয়াডে আকিলা ধনাঞ্জয়া ডাক না পেয়ে অবাক করেছিল সবাইকে। সেই আকিলা থাকছেন এ সিরিজে।

এছাড়াও দলে ফিরেছেন দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, লাহিরু কুমারা, শিহান জয়াসুরি, লাকশান সান্দকান, আমিলা আপোন্সো, লাহিরু মদুশাঙ্কা ও ভানিদু হাসারাঙ্গা। ২২ সদস্যর বড় স্কোয়াডেও ডাক পাননি দলের অভিজ্ঞ ক্রিকেটার চান্দিমাল। এমনকি ছিলেন না বিশ্বকাপ স্কোয়াডেও। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছে এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এক নজরে শ্রীলঙ্কা দলের স্কোয়াডঃ

দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা দনঞ্জয়া, আমিলা আপোন্সো, লাকশান সান্দকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মাদুশঙ্কা।


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন স্টার্ক

ব্র্যাডম্যানের ৮৯ বছরের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে লাভটা কী? প্রশ্ন পাপনের

হার্শাকে কটূক্তি করে তোপের মুখে মাঞ্জরেকার

যে কারণে বড় সাজা পেলেন শাহাদাত