বাংলাদেশের মত বড় দলকে হারিয়ে ভাষাহীন কাইয়া
হারারের এই ক্রিকেটার হোম গ্রাউন্ডে বাংলাদেশকে হারানোর দিনে হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক শতক, যা তার প্রথম আন্তর্জাতিক শতকও বটে। ১১০ রানের ইনিংসে স্লো পয়জনের মত ধীরে ধীরে নিঃশেষ করেছেন বাংলাদেশের জয়ের আশা।
Siam Chowdhuryক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
নামটা তার ইনোসেন্ট কাইয়া, চেহারায় শিশুসুলভ মিষ্টি হাসিতেও যেন রাজ্যের কোমলতা। অথচ ২৯ বছর বয়সী এই ব্যাটার এখন বাংলাদেশিদের কাছে কী কঠোর একজন মানুষ। হবেনই বা না কেন, তার ব্যাটিংই যে বুলডোজার হয়ে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশকে!
হারারের এই ক্রিকেটার হোম গ্রাউন্ডে বাংলাদেশকে হারানোর দিনে হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক শতক, যা তার প্রথম আন্তর্জাতিক শতকও বটে। ১১০ রানের ইনিংসে স্লো পয়জনের মত ধীরে ধীরে নিঃশেষ করেছেন বাংলাদেশের জয়ের আশা।
অথচ স্মরণীয় এই ইনিংস খেলার সময় যে তার খুব কাছেই ছিলেন বাবা, তা কাইয়া জানতেনও না। সংবাদ সম্মেলনে গ্যালারিতে বাবার উপস্থিতির কথা জেনে আনন্দে উচ্ছ্বসিত স্বল্পভাষী কাইয়া। সেই সাথে কৃতজ্ঞতা জানালেন বাবা-মায়ের প্রতি।
তিনি বলেন, 'আমি তাকে দেখিনি। আপনার বাবা যখন কাছে বসে খেলা দেখছেন, সমর্থন দিচ্ছেন, এটা দারুণ ব্যাপার। বাবাকে মাঠে আসার জন্য ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে শুরু থেকে অনেক সমর্থন যুগিয়েছেন। অন্য বাবা-মায়ের মত বাধা দেননি।'
বাংলাদেশের মত বড় দলকে হারিয়ে কাইয়া স্বভাবতই আনন্দে আত্মহারা। যেন নিজের অনুভূতি প্রকাশের ভাষাটাও হারিয়ে ফেলেছেন।
তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বড় দল। তাদের বিপক্ষে এমন একটি ইনিংস খেলা আমার জন্য অনেক বড় অর্জন। আপনার শতকে ভর করে দল যখন জয় পাবে- এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি অনেক খুশি। দ্রুত দুটি উইকেট হারানোর পর ব্যাটিং করা অনেক চাপের ব্যাপার ছিল। আমার পরিকল্পনা ছিল সাধারণ- উইকেটে টিকে থাকব, সময় পার করব।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।