
গত ছয় এশিয়া কাপে ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী দল। প্রমীলা এশিয়া কাপে প্রথম ছয় টুর্নামেন্টের সবকটি ম্যাচেই জিতেছে তারা। অর্থাৎ হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। সেই দুর্দমনীয় ভারত নারী দল অবশেষে পরাস্ত হলো। থামলো শিরোপার রথ। ফাইনালে বাংলাদেশ নারী দলের কাছে তিন উইকেটে হেরে শিরোপা সপ্তমবারের অক্ষুণ্ণ রাখতে পারল না মিতালীরা।

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ নারী দল। যেই ভারত গত ছয় আসরে অপরাজিত, তাদের এক আসরে দুইবার হারিয়েছে সালমারা। সবাইকে তাক লাগিয়ে দিয়ে বাংলাদেশের হয়ে প্রথম বহুজাতিক ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল বাঘিনীরা। বাঘিনীদের এমন কীর্তির পর তারা ভাসছে প্রশংসায়। টুইটারে দেখা গিয়েছে বাংলাদেশ নারী দলের তারিফ।
ইএসপিএন ক্রিকইনফোর বাংলাদেশের সাংবাদিক মোহাম্মদ ইসাম ম্যাচশেষেই বাঘিনীদের শিরোপা জয়ের সংবাদ জানান টুইটারে। তিনি লিখেন, ”প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।” ইএসপিএন ক্রিকইনফোর আরেক লেখক অন্নেষা ঘোষ টুইটে লিখেন, “বাংলাদেশ নারী দলের জন্য কি অসাধারণ মুহূর্ত। প্রথম এশিয়া কাপ ফাইনাল, প্রথম এশিয়া কাপ শিরোপা। ট্রফি জয়ের পথে ছয়বারের চ্যাম্পিয়ন দলকে দুইবার হারানো…”
What a moment for Bangladesh women.
Maiden Asia Cup final. Maiden Asia Cup title.
Beat six-time champions TWICE to clinch the trophy.The better team on the day.#AsiaCupfinal #AsiaCup2018 #BANvIND
— Annesha Ghosh (@ghosh_annesha) June 10, 2018
ভারতের খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক আয়াজ মেমন লিখেন, ”এশিয়া কাপ ফাইনালে রোমাঞ্চকর দৃশ্যপট। অসাধারণ জয়ে বাংলাদেশ নারী দলকে অভিনন্দন। তারা প্রমাণ করলো এর আগে লিগ ম্যাচে ভারতের বিপক্ষে জয় কোনো অঘটন ছিল না।”
Thrilling climax to Asia Cup final. Congrats Bangladesh women on terrific win. Prove victory over India in league match earlier not fluke.
— Cricketwallah (@cricketwallah) June 10, 2018
বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেন, “দারুণ জয়।” জাহানারের সেই জয়সূচক রানের ভিডিও আপলোড করেন মুশফিক।
Great win ??? pic.twitter.com/cskobzQK4s
— Mushfiqur Rahim (@mushfiqur15) June 10, 2018
নারী ধারাভাষ্যকার এমজে জোনস লিখেন, “এমন অসাধারণ টুর্নামেন্ট জয়ে বাংলাদেশকে অভিনন্দন।”
Correct! Great read after hearing if @BCBtigers historic defeat of @BCCIWomen in the #AsiaCupFinal today. Congrats ?? on an outstanding tournament. https://t.co/VG19NjswG1
— Mel ‘MJ’ Jones (@meljones_33) June 10, 2018
আইসিসি টুইটারে লিখে, “কি দারুণ শেষ! শেষ বলে ২ রান প্রয়োজন ছিল এবং জাহানারা আলম তা করতে সফল হয়েছেন।”
What a finish! Two needed off the last ball and Jahanara Alam gets them! ??
Bangladesh defeat India to win the women’s T20 Asia Cup! ?#AsiaCupFinal pic.twitter.com/cQjVyB9Ktb
— ICC (@ICC) June 10, 2018
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের পক্ষ থেকেও টুইট করা হয়। সেখানে লেখা হয়, “০ বল হাতে রেখে ৩ উইকেটে এশিয়া কাপ ফাইনাল জিতলো বাংলাদেশ নারী দল।”
CLOSE!
Bangladesh Women win the #AsiaCupfinal by 3 wickets with 0 balls remaining! ?
? to @ImHarmanpreet‘s 5️⃣6️⃣ and Poonam Yadav’s 4️⃣ incredible wickets!#INDvBAN @BCCIWomen #TeamIndia #WomenInBlue
— Rajasthan Royals (@rajasthanroyals) June 10, 2018
এছাড়া বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। একজন টুইটে লিখেন, “কি নাটকীয় এক ম্যাচ! তবে স্নায়ু ধরে রেখে ম্যাচ জেতার কৃতিত্ব বাংলাদেশের।” আরেকজন লিখেন, “শেষ বলে ২ রান নিয়ে এশিয়া কাপের ফাইনাল জিতে নিল বাংলাদেশ নারী দল। কত নাটক, ম্যাচ পরবর্তী কত দুর্দান্ত দৃশ্য! পতাকা নিয়ে দর্শকদের মাঠে ঢুকে যাওয়া- আপনাকে ১৯৯৯ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক দিন।”
দল হারলেও দারুণ পারফর্ম করেছেন হারমানপ্রীত কাউর এবং পুনম যাদব। ব্যাট হাতে ৫৬ রান করেছেন হারমানপ্রীত। মাত্র নয় রানের বিনিময়ে চার উইকেট নিয়েছেন স্পিনার পুনম যাদব। ভারত হারলেও তাদের পারফরম্যান্সের প্রশংসা করেও টুইট করেছেন অনেকে।
আরো পড়ুন ঃ শৃঙ্খলার জন্য বাদ পড়েছিলেন সাব্বির!