
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশের বোর্ড বিসিবি ও শ্রীলঙ্কার বোর্ড এসএলসি। দুই বোর্ডের পাল্টাপাল্টি শর্ত ও অনড় অবস্থানের কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজই পণ্ড হতে বসেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের শর্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষে।
তিনটি ক’রোনা নেগেটিভ সনদ থাকা সত্ত্বেও কড়াকড়িভাবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন, ৩০ সদস্যের বেশি বহর নিয়ে সফরে না যাওয়া, নেট বোলার ও টিম বয়দের সুবিধা না দেওয়া- এমন নানান অভিযোগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফরে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেন। অন্যদিকে লঙ্কান বোর্ডের কর্তারাও তাদের দাবিতে অনড়। বোর্ডের দায়িত্বশীল অনেকেই সরকারি নির্দেশনার সাফাই গেয়ে বক্তব্য দিচ্ছেন স্থানীয় গণমাধ্যমকে।
পরিস্থিতি শান্ত করতেই হয়ত, নমল সরাসরি টুইটারে জানিয়েছেন তার হস্তক্ষেপের বিষয়টি। এক টুইট বার্তায় তিনি বলেন-
‘আমরা সবাই জানি, ক’রোনা মহামারী এখনো পুরো বিশ্বে বিরাজ করছে এবং এটি প্রতিরোধ করাই সর্বোত্তম উপায়। তবে এই অঞ্চলে ক্রিকেটের গুরুত্ব বিবেচনা করে আমি এসএলসিকে কোভিডি টাস্কফোর্সের সাথে যোগাযোগ করতে বলেছি, যাতে বাংলাদেশের দাবির বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।’
As we all know the #COVID19 pandemic is still at large globally, prevention measures are a high priority. However, given the significance of #cricket in the region, I have asked @OfficialSLC to consult the covid task force and reconsider the @BCBtigers matter. https://t.co/Ed9VtwpEt0
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 14, 2020
যেহেতু আমরা সবাই জানি যে #COVID19 মহামারীটি পৃথিবী জুড়ে এখনো রয়েছে, তাই প্রতিরোদের ব্যবস্থাগুলি একটি উচ্চমানের প্রকিয়াদিন, তবে এই অঞ্চলের ক্রিকেট কে গুরুত্ব দিয়ে আমি #SLC বোর্ডের অফিসিয়ালকে #COVID টাস্কফোসের্র সাথে পরামর্শ করতে এবং @BCBtigers বিষয়ে পুনবিবেচনা করতে বলেছি। https://t.co/Ed9VtwpEt0
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 14, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।