Scores

বাংলাদেশের সঙ্গে ৯৬’র শ্রীলঙ্কার মিল খুঁজে পান আমিনুল

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে। অনেকেই বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ ট্যাগ দিচ্ছেন। তবে বাংলাদেশ কী পারবে ১৯৯৬ বিশ্বকাপের শ্রীলঙ্কা হতে? আমিনুল ইসলাম বুলবুল সেই শ্রীলঙ্কা দলের সঙ্গে অনেকটাই মিল খুঁজে পান বাংলাদেশের।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

৯৬’র বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সবাইকে অবাক করে বিশ্বকাপ জিতেছিল অর্জুনা রানাতুঙ্গার শ্রীলঙ্কা। পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছিল সেবার। লাহোরে ফাইনালে অরভিনাদ সিলভার দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে গুরুসিনহার ৬৫ রানের ঝলমলে ইনিংস ও অরভিনাদের ১০৭ রানের অপরাজিত ইনিংসে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিলো শ্রীলঙ্কা।

Also Read - ৫৪-তেও ফিটনেস নিয়ে সচেতন রোডস


সেবার শ্রীলঙ্কা দলের মূল রেসিপি ছিল দলগত পারফরম্যান্স। সেই ৯৬ এর শ্রীলঙ্কা দলের সঙ্গে বাংলাদেশের মিল খুঁজে পান আমিনুল। নিজেদের দিনে যেকোন দলকেই ভড়কে দিতে পারে বললেন সাবেক এই ক্রিকেটার। এছাড়াও দলে যে বৈচিত্র্যময় বোলার রয়েছে সেটির কথাও উল্লেখ করেন তিনি।

“বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলটি অনেকটা ’৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার মতো। এই দলে শুরুতে ঝুঁকি নেওয়ার খেলোয়াড় আছে, তাদের সে সামর্থ্যও আছে। আবার পরে ধরে খেলার খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। নিজেদের মতো করে খেলতে পারলে এবারের বাংলাদেশ বিশ্বকাপে যেকোনো দলকেই ভড়কে দিতে পারে।”

তিনি আরও যোগ করেন, “‘আমার কাছে মনে হয় এটি। আমাদের বোলিং বৈচিত্র্যপূর্ণ। কারও সঙ্গে কারও মিল নেই। মাশরাফি একরকম, রুবেল আর জায়েদ পুরোপুরি দুই রকম। মোস্তাফিজ আবার আরেক রকম। আমাদের দুই স্পিনার মেহেদী মিরাজ আর সাকিব আল হাসানও দু’রকম স্পিনার। আমাদের কেবল দরকার সামর্থ্যের প্রয়োগ।”

গত বিশ্বকাপে প্রথমবারের মত কোয়াটার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার তো আরও বড় স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে টাইগাররা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বুলবুলের বিশ্বকাপ দলে ইমরুল-তাইজুল, নেই সৌম্য

এমন ম্যাচে কালিমা লাগানোর চেষ্টা করলে সেটি ভুল: বুলবুল

বুলবুল-পুত্রের বিশ্বজয়

‘পুরো বিষয়টা হ-য-ব-র-ল’

এশিয়া কাপে বাংলাদেশের শীর্ষ দশ রান সংগ্রাহক