Scores

বাংলাদেশের সমস্যা ফিটনেসেই, বলছেন ভাস

সাবেক লঙ্কান কিংবদন্তী পেসার চামিন্দা ভাস মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিভাবান হলেও তাদের সফলতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় ফিটনেসে ঘাটতি। একই সমস্যা বর্তমান লঙ্কান ক্রিকেটারদেরও হচ্ছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের সমস্যা ফিটনেসেই, বলছেন ভাস

সাবেক এই লঙ্কান পেসার বর্তমানে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের কোচ হিসেবে বাংলাদেশ সফরে রয়েছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তার কণ্ঠে উঠে আসে এ দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয়।

Also Read - সাকিবদের কোচিং স্টাফে হ্যাডিন


ভাস মনে করেন, ফিটনেসে মনোযোগ দিলে বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্যের হার আরও বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, ‘আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। তাদের স্কিলও ভালো। তবে তাদের ফিটনেস বাড়াতে হবে।’

শুধু বাংলাদেশই নয়, নিজ দেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও তিনি ফিটনেসকে একইভাবে দেখছেন। ভাসের ভাষ্য, ‘এটা যে বাংলাদেশের ছেলেদের কথা বলছি, তা নয়। লঙ্কানদের জন্যও একই কথা প্রযোজ্য। ছেলেরা বয়সে নবীন।’

ফিটনেস না থাকলে পারফরম্যান্সে কতটা বাজে প্রভাব পড়তে পারে, সেটি জানিয়ে ভাস বলেন, ‘২১-২২ বছর বয়স। তাদের প্রত্যেকের ফিটনেস লেভেলটা উন্নত করা খুব প্রয়োজন। ফিটনেস না থাকলে আপনার স্কিল কোনো কাজে আসবে না।’

৪৫ বছর বয়সী ভাস ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। খেলোয়াড়ি জীবন ছাড়ার আগে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১১১টি টেস্ট, ৩২২টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি। লঙ্কানদের হয়ে তার সমৃদ্ধ পরিসংখ্যানের কারণে তাকে দেশটির সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘বিশ্বকাপ এলেই দারুণ খেলে শ্রীলঙ্কা’

‘বিশ্ব ক্রিকেটে সম্মানজনক জায়গা আদায় করেছে বাংলাদেশ’

লঙ্কানদের পেস বোলিং কোচের ভূমিকায় ভাস

‘বিসিবি থেকে কিছুই জানানো হয়নি’

বাংলাদেশের দায়িত্ব নেয়া হচ্ছে না ভাসের