Scores

বাংলাদেশের হয়ে খেলতে চান বিশ্বকাপের নেট বোলার

বিশ্বকাপ খেলতে গিয়ে এক নেট বোলারের খোঁজ পেয়েছে বাংলাদেশ, যার মত কাউকে দীর্ঘদিন ধরেই দলে খুঁজছে টাইগাররা। তাহমিদ আহমেদ নামের ঐ লেগ স্পিন বোলারের পৈত্রিক নিবাস বাংলাদেশে।

বাংলাদেশের হয়ে খেলতে চান বিশ্বকাপের নেট বোলার

ব্রিস্টলে বাংলাদেশের ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ১১ জুনের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশ দল সেখানে করেছিল অনুশীলন। আর সেই অনুশীলনেই নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন তাহমিদ।

Also Read - এইচপি ক্যাম্পে ডাক পেলেন ইয়াসিন মিশু


তাহমিদের বাবা মা যুক্তরাজ্যে প্রবাসী, সেই হিসেবে তাহমিদও ব্রিটিশ নাগরিক। তবে তার পৈত্রিক নিবাস সিলেটে। বাংলা ভালো বলতে না পারলেও সিলেটি ভাষায় কথা বলতে পারেন। তার রিস্ট স্পিনে নেটে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। আর নজর কাড়া বোলিংয়ের পর পরিবারের ছোট ছেলে এবার স্বপ্ন দেখছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর।

৯ বছর ধরে সমারসেটে ক্রিকেট দীক্ষা নেওয়া তাহমিদ একাত্তর টেলিভিশনকে বলেন, ‘খুবই রোমাঞ্চিত ছিলাম। বড় তারকাদের বিপক্ষে বল করেছি। পরামর্শ দিয়েছেন সবাই- আরও গতি বাড়াতে, স্পিন বাড়াতে। স্টিভ রোডস, কোর্টনি ওয়ালশ বলেছেন ভালো বল করেছি।’

কথা বলার সময় তাহমিদ আশ্রয় নিয়েছেন সিলেটি ভাষাতেই। টিভি প্রতিবেদকের প্রশ্নের জবাবে হেসে জানালেন- লেগ স্পিন বোলিংয়ের চেয়ে বাংলায় কথা বলাই কঠিন!

সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে আছে প্রবাসী খেলোয়াড়ের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর নজির। ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ডেনমার্কে সুবর্ণ সুযোগ পেয়েও বেছে নিয়েছেন বাংলাদেশকে। বাংলা বলতে আটকে যেতে হয় তাকেও। তাহমিদকে কি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলতে?

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক