Scores

বাংলাদেশে আসছেন ভেট্টোরি

ক্রিকেট অঙ্গনে চলমান সংকট নিরসনে বোর্ড ও খেলোয়াড় দুই পক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। দুই পক্ষই নিজেদের ক্ষেত্রে খানিকটা অনমনীয় হওয়ায় শঙ্কায় পড়েছে ভারত সফর। তবে বিসিবি জানিয়েছে, খেলোয়াড়রা যোগ না দিলেও ভারত সফরের ক্যাম্প পেছাবে না।

বাংলাদেশে আসছেন ভেট্টোরি

সেক্ষেত্রে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) থেকেই শুরু হবে ভারত সফরের প্রস্তুতি। সেই প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা টি-টোয়েন্টি দলের। আগেই জানা গিয়েছিল, ভারত সফরের প্রস্তুতিতে দলের সাথে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। এবার তার আসাটাও নিশ্চিত হয়েছে।

Also Read - বিকালে বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা!


এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিডিক্রিকটাইমকে জানান, ভেট্টোরির বাংলাদেশে আসার কারণ জাতীয় দলের ভারত সফরের ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিন অর্থাৎ ২৫ অক্টোবর তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন। ঐদিন সকালে বিসিবিতে রিপোর্টিং শেষে দেখা করবেন খেলোয়াড়দের সাথে।

এদিকে ক্রিকেটারদের আন্দোলন চলমান থাকলেও সংকট দ্রুত নিরসন হবে বলে প্রত্যাশা সুজনের। আর তাই ভারত সফর বা সফরের ক্যাম্পও নির্ধারিত সময় অনুযায়ী হবে বলে প্রত্যাশা তার।

সুজন বলেন, ‘সূচি যেমন আছে আমরা সেভাবেই আগোনোর চেষ্টা করছি। বিষয়টা দ্রুত নিস্পত্তি হলে সবার জন্যই ভালো।’

গত জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ভেট্টোরির নাম ঘোষণা করা হয়। চলতি মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-মিরাজদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নিউজিল্যান্ডের কিংবদন্তী স্পিনিং অলরাউন্ডার ভেট্টোরি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের আগে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় তাকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৬ জুন ফের ক্রিকেট শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়

ফিক্সিং সন্দেহে আইসিসির তীক্ষ্ণ দৃষ্টিতে ‘৩’ শ্রীলঙ্কান ক্রিকেটার

করোনায় প্রাণ হারালেন পাকিস্তানি ক্রিকেটার

ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

এবার ইংলিশদের নেতৃত্ব দিবেন স্টোকস!