Scores

বাংলাদেশে ‘একটি জয়ের খোঁজে’ কর্নওয়াল

একসময়ের পরাশক্তি ক্যারিবীয়রা এখন বাংলাদেশে এসে হাবুডুবু খায়। ওয়েস্ট ইন্ডিজের এবারের বাংলাদেশ সফরে দলের সাথে নেই অনেক সিনিয়র ও তারকা ক্রিকেটার। ফলাফলটাও স্পষ্ট। ওয়ানডে সিরিজে প্রতিরোধহীনভাবে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। তবে টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবীয় স্পিন অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল। 

বাংলাদেশে 'একটি জয়ের খোঁজে' কর্নওয়াল

বর্তমান সময়ের সবচেয়ে ওজনদার ক্রিকেটার কর্নওয়াল আছেন শুধু টেস্ট স্কোয়াডে। ওয়ানডে দলের সাথে ১০ জানুয়ারিই অবশ্য পা রেখেছেন বাংলাদেশে। কোয়ারেন্টিন পর্ব শেষ করে ধীরে-সুস্থে অনুশীলন করেছেন বেশ কয়েক দফা। টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। নিজেকে প্রস্তুত করার জন্য তাই বেশ খানিকটা সময় পাচ্ছেন।

Also Read - করোনায় আক্রান্ত বাংলাদেশে না আসা শাই হোপ

যদিও বাংলাদেশের কন্ডিশনে নিজের ভয়ের কথা জানাতে ভুলেননি ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তবে তার স্পিন, টেস্ট সিরিজের স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশেরই ভীতির কারণ হয়ে উঠতে পারে। কর্নওয়ালও জানিয়ে দিয়েছেন, ওয়ানডে সিরিজে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করা ক্যারিবীয়দের টেস্টে অন্তত একটি জয় এনে দিতে চান তারা।

কর্নওয়াল বলেন, ‘সবার আগে আমাদের একটি জয় পেতে হবে। সিরিজ জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজের জন্য ভালো হবে। আশা করছি ভক্তদের ভালো ক্রিকেট উপহার দিব।’ 

বাংলাদেশে বেশ কদিন ধরে অবস্থান করায় মানিয়ে নেওয়া সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিবেশে আপনাকে মানিয়ে নিতে হবে। এই কন্ডিশন ক্রিকেট খেলার জন্য কঠিন। তবে এখানে যত বেশি সময় কাটাবেন, কন্ডিশন ততই বুঝতে পারবেন।’ 

‘এখানে বল একটু বেশি স্পিন করে। ক্যারিবীয় এলাকার চেয়ে এখানে পিচ একটু বেশি শুকনা। এটাতেই মানিয়ে নিয়ে সামর্থ্যের সেরাটা খেলতে হবে।’– বলেন কর্নওয়াল।

একনজরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডে সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।

Related Articles

জাতীয় দলের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন গেইল

মালিঙ্গার অনুপস্থিতিতে নতুন অধিনায়কের অধীনে শ্রীলঙ্কা

মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে শৃঙ্খলার গুরুত্ব বোঝালেন ক্যারিবীয় অধিনায়ক

বাংলাদেশ-বধই বিশপের চোখে ‘সাম্প্রতিক সময়ের সেরা সাফল্য’