Scores

বাংলাদেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক : উইলিয়ামসন

করোনাভাইরাস মোকাবেলায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ইউনিসেফের সাথে কাজ করছেন। সংস্থাটির একটি সংবাদ সম্মেলনে কথা বলার সময় উইলিয়ামসন বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক উইলিয়ামসন

Also Read - অবসরের আগে বিদেশি লিগ খেলতে চেয়ে বিপাকে ভারতীয় স্পিনার


এই মহামারীর সময়ে নিউজিল্যান্ড দারুণভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। প্রথম দেশ হিসাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দেশকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছে। সরকার ও দেশের জনগণের এমন কর্মে খুশি ও গর্বিত দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

সংবাদসম্মেলনে কথা বলার সময় স্বাভাবিকভাবেই একজন ক্রিকেটার হিসাবে ক্রিকেট প্রসঙ্গ নিয়ে এসেছেন তিনি। এবং সেই সময়েই ভিন দেশের বন্ধু তামিম ইকবালের সাথে আলোচনার কথা উল্লেখ করে বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে কথা বলেন তিনি।

উইলিয়ামসন বলেন, ‘ক্রিকেট আমাকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে বন্ধুত্বের সুযোগ করে দিয়েছে। এই মহামারীর সময়েও তাদের বেশ কয়েকজনের সাথে আমার কথা হচ্ছে। আমরা সবাই নিজ দেশের করোনা পরিস্থিতি একে অপরের সাথে বিনিময় করি। সবাই সবার খোঁজখবর নিই।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি জুমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে অনেকক্ষণ আলোচনা করেছি। স্পষ্ট ভাবেই বুঝেছি তার দেশে অবস্থা এখন কতটা উদ্বেগের। বাংলাদেশের মতো ঘনবসতি পূর্ণ দেশে এখন স্বাস্থ্যকর মৌলিক চাহিদা মেটানোয় দায় যেটা কিনা ভাইরাসকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।’

২০১৩ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলার কথা তিনি ভুলতে পারবেন না বলে স্মরণ করেন। এর কারণ বাংলাদেশের পরিবেশ। কিউই অধিনায়কের ভাষায় বাংলাদেশের পরিবেশ খুবই কঠিন,  ‘বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি অনেক কঠিন। দেশটিতে আমার পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলার প্রথম সফরের কথা আমি ভুলবো না। কারণ ওখানে এত বেশি গরম ও আর্দ্রতা ছিল!’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

করোনায় ইসিবির ক্ষতি ১৬.১ মিলিয়ন ইউরো

বাবাকে হারালেন চেতন সাকারিয়া

করোনা আক্রান্ত হওয়ায় ভারতেই থাকতে হচ্ছে কিউই তারকাকে

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চান না কামিন্স

আইপিএল আয়োজনের আগ্রহ দেখাল কাউন্টি ক্লাবগুলো