Scores

বাংলাদেশে কোয়ারেন্টিন করতে হবে না ওয়েস্ট ইন্ডিজকে!

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। জানুয়ারি-ফেব্রুয়ারি ব্যাপী এই সফরের মধ্য দিয়েই করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে বাংলাদেশে। তবে সফরে এসে কোয়ারেন্টিন পালন করতে হবে না ক্যারিবীয়দের। 

বাংলাদেশের কারণে লোকসান গুনেছে ওয়েস্ট ইন্ডিজ!

সরকারি নিয়ম অনুযায়ী, বিদেশ ফেরত প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। জাতীয় দলের কোচদের ক্ষেত্রে অবশ্য এমন নীতিমালা মেনে চলতে হয়নি বিসিবিকে। করোনা টেস্টে নেগেটিভ এলে বিশেষ বিবেচনায় কোয়ারেন্টিনে ছাড় পেয়েছেন তারা। একইভাবে বাংলাদেশে অনুশীলন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজও। অর্থাৎ, থাকতে হবে না কোয়ারেন্টিনে।

Also Read - সিলেটে ক্যাম্প করবে অনূর্ধ্ব-১৯ দল

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে- যে বিদেশি খেলোয়াড় বা কোচ যারা আসেন তারা করোনা টেস্টে নেগেটিভ হলে তাদের সার্ভিসের জন্য উন্মুক্ত হবেন (কোয়ারেন্টিন থাকতে হবে না)। এভাবেই সরকারের সাথে আমাদের কথা হচ্ছে।’ 

বাংলাদেশে ক্যারিবীয়দের দুটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলার কথা ছিল। তবে সফরে দুটি টি-টোয়েন্টি যুক্ত হয়ে কমতে পারে একটি টেস্ট- এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায়। বিসিবির প্রধান নির্বাহী অবশ্য জানালেন, টেস্টের সংখ্যা কমার বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বাংলাদেশ সফর আছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। আমাদের কাছে ওয়েস্ট ইন্ডজ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে, বায়োবাবলের সময়টা যেহেতু একটু চ্যালেঞ্জিং তাই সফরের ব্যাপ্তি একটু কমিয়ে আনা যায় কি না। সেক্ষেত্রে সুযোগ হল একটি টেস্ট কমিয়ে যদি সিরিজকে ছোট করা যায়। এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

৯ বছর পরে এডওয়ার্ডস ও ২ বছর পরে গেইল ফিরলেন

জাতীয় দলের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন গেইল

মালিঙ্গার অনুপস্থিতিতে নতুন অধিনায়কের অধীনে শ্রীলঙ্কা

মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে শৃঙ্খলার গুরুত্ব বোঝালেন ক্যারিবীয় অধিনায়ক