SCORE

সর্বশেষ

বাংলাদেশে টেস্টের মূল্যায়ন কম বলে ধারণা মুমিনুলের

আবির্ভাবের পর কিছুদিন খেলেছিলেন সব ফরম্যাটেই। তবে এরপর ধীরে ধীরে তার গায়ে লাগলো ‘টেস্ট স্পেশালিস্ট’ ব্যাটসম্যানের তকমা। অবশ্য সেই ‘তকমা’ লাগার পেছনে বাংলাদেশের কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের দায়ও কম নয়।

সেঞ্চুরির পর মুমিনুল হকের উদযাপন।

সেই বৃত্ত থেকে এখনও বের হয়ে আসতে পারেননি মুমিনুল হক। সম্প্রতি টেস্টে ভালো পারফরমেন্স প্রদর্শন করলেও তার জন্য খুলছে না সীমিত ওভারের ক্রিকেটের দরজা।

Also Read - মুস্তাফিজকে নয়, নিজেকেই দুষলেন ম্যাককালাম

মুমিনুলের মতে, অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে টেস্ট ক্রিকেটকে কম মূল্যায়ন করা হয়। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিকে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে বাংলাদেশে টেস্ট খেলাতে কিন্তু ওরকম দাম নেই। অন্যান্য দেশে যেরকম আছে, আমাদের মানতে হবে যে ওয়ানডের মতো টেস্টে ওরকম ফোকাসও নেই, ক্রেজও নেই।’  

টেস্ট স্পেশালিস্ট তকমা নিয়ে শুধু টেস্ট খেলেই সন্তুষ্ট নন মুমিনুল। বরং টেস্টে ভালো পারফরমেন্স করে ওয়ানডে ফরম্যাটের দলেও জায়গা পোক্ত করতে চান তিনি, ‘আমি শুধুই টেস্ট নিয়ে পড়ে থাকতে চাই না। অনেকদিন পর পর খেলে (টেস্ট) আসলে ফর্মও ধরে রাখা কষ্টসাধ্য হয়। আমার ইচ্ছে আছে টেস্টে ভালো খেলে ওয়ানডে দলে কামব্যাক করবো।’

দেশে কিংবা দেশের বাইরে, টেস্টে দেশের অন্যান্য ব্যাটসম্যানদের চেয়ে মুমিনুল সফল উভয় জায়গাতেই। যদিও আরও ভালো করতে পারতেন কক্সবাজারের এই ক্রিকেটার। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘ভালো উইকেটে (ব্যাটিং সহায়ক) ভালো সবাই খেলে। খারাপ উইকেটে ভালো কিছু করলে সন্তুষ্টিটা আসে। লাইফে কিন্তু চ্যালেঞ্জ ছাড়া মজা হয়না। চ্যালেঞ্জ নিয়ে ভালো খেলতে পারাটা বড় খেলোয়াড়ের লক্ষণ।’

দলের জন্য ভালো খেলে ভবিষ্যতে নামী এবং বড় একজন খেলোয়াড়ের প্রত্যাশাও মুমিনুলের, ‘বড় খেলোয়াড় হতে গেলে চ্যালেঞ্জগুলো নিতে হয়, ম্যাচ বের করে আনতে হয়। দেশের জন্য, দলের জন্য ওভাবেই খেলতে হবে। আমার বিশ্বাস আমি ইনশাআল্লাহ্‌ ভবিষ্যতে পারবো।’

আরও পড়ুনঃ শ্রীলঙ্কা ও ভারতের জন্য বাংলাদেশের পৃথক পরিকল্পনা

Related Articles

ভারতের চেয়েও বেশি প্রস্তুত ছিল পাকিস্তান!

লর্ডস টেস্টেও হারল ভারত

কোহলিকে নিয়ে অ্যান্ডারসনের অদ্ভুত ‘জিজ্ঞাসা’

গতানুগতিক বোলিংয়েই সাফল্য দেখছেন রাব্বি

অ্যান্ডারসনের তাণ্ডবে বিধ্বস্ত ভারত