
শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ হিসেবে ক্রিস সুলভারউডের প্রথম এসাইনমেন্ট বাংলাদেশ সফর। এবারের বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং হতে পারে লঙ্কানদের জন্য। কারণ শ্রীলঙ্কার ব্যাটাররা তেমন ফর্মে নেই।

সাঙ্গা-মাহেলাদের যুগ গত হওয়ার পর শ্রীলঙ্কা দলটার চেহারা পুরো পাল্টে গেছে। নানা কায়দাকানুন করেও আগের অবস্থা ফেরানো যায়নি। সুসময় ফেরাতে এবার দায়িত্ব নিয়েছেন সিলভারউড। বাংলাদেশ সফরের আগে লঙ্কানদের হয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, কীভাবে ভালো করতে হবে।
সাফল্যের জন্য সিলভারউড তাগদা দিয়েছেন ব্যাটিং ইউনিটকে। ব্যাটিং ইউনিটের প্রতি তার পরামর্শ, খেলতে হবে নির্ভীক ক্রিকেট।
সিলভারউড বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমরা শুধু পরিসংখ্যান ঘাটাঘাটি করেছি, কীভাবে উন্নতি করা যায় তা নিয়ে ভেবেছি। এর মধ্যে একটা হল রান করার তাড়তা। ব্যাটারদের নির্ভয়ে খেলার আত্মবিশ্বাস দিতে হবে। তার মানে এই না আমরা দুঃসাহসিক হয়ে যাব। আমি বলতে চাচ্ছি- আমাদের এখন স্মার্ট হতে হবে। আমি চাই তারা ইতিবাচক হোক, সাহসী হোক। এই মানসিকতা থাকলে ডট বলের হার কমে যাবে, স্ট্রাইক রেট বাড়বে।’

ব্যাটারদের কাছে সিলভারউডের চাওয়া, রান তুলতে হবে আত্মবিশ্বাসের সাথে। বোলারদের এনে দিতে হবে লড়াইয়ের মত পুঁজি।
তিনি বলেন, ‘আমাদের রান করতে হবে, এটাই ব্যাটিং লাইনআপের কাছে চাওয়া। আমি চেষ্টা করব ছেলেদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে, যাতে তারা উইকেটে গিয়ে বড় ইনিংস খেলতে পারে। বিশেষ করে প্রথম ইনিংসে, যার ওপর ভর করে আমরা বল করতে পারব। এটা রকেট সাইন্স নয়। আমরা ব্যাটিংয়ে আরও শৃঙ্খলা চাই, ধৈর্য চাই।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।