Scores

বাংলাদেশে সবার আগে জাতীয় দলে যাবেন কারা? জানালেন বিশপ

যুব বিশ্বকাপ জয়ে বাংলাদেশ দলের প্রায় সকল খেলোয়াড়েরই অবদান রয়েছে। প্রতিটি খেলায় কেউ না কেউ পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। প্রথম ম্যাচে বোলাররা প্রায় সকলেই ভালো বোলিং করে জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যাটিংয়ে ইমন তামিম ঝড়ে উড়ে যায় জিম্বাবুয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে রকিবুল হাসান করেন অসাধারণ পারফরম্যান্স।

ইয়ান বিশপ

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম ও শাহাদাত হোসেনও পারফরম্যান্স করেন রাকিবুলের সাথে। সেমিতে এর আগে ভালো পারফরম্যান্স না করা জয় করেন শতক। সাথে শাহাদাত ও তৌহিদের ব্যাটেও আসে রান। ফাইনালে অধিনায়ক আকবর আলী ব্যাট হাতে ও বোলিংয়ে অভিষেক, শরিফুল ও সাকিবরা অসাধারণ পারফরম্যান্স করে দেখায়।

Also Read - আমি সমালোচনা নিতে পারি: সুজন


তবে পুরো বিশ্বকাপে সবাই পারফরম্যান্স করলেও এই দলের সবাইকে স্বাভাবিকভাবেই একসাথে জাতীয় দলে দেখা যাবেনা। এদের মাঝে কোন খেলোয়াড়রা আগে জাতীয় দলে যাবেন এই প্রশ্নের উত্তরে নানান উত্তর আসবে ভক্তদের কাছ থেকে। এই প্রশ্ন এসেছিলো ইয়ান বিশপের কাছেও। টুইটারে ইয়ান বিশপের কাছে এক বাংলাদেশি ভক্তের প্রশ্ন ছিলো কোন ৩ জন বাংলাদেশি যুবা খেলোয়াড়ের জাতীয় দলে খেলার সুযোগ সবার আগে আসবে।

এর উত্তরে ইয়ান বিশপ ১ জন বোলার ও ২জন ব্যাটসম্যানকে বেছে নেন। বিশপ বলেন ” আমার মতে বাকি সবার সাথে শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয় ও আকবর আলীর জাতীয় দলে খেলার সুযোগ সবার আগে আসতে পারে “।

উল্লেখ্য ফাইনাল ম্যাচে আকবর আলীর অনেক প্রশংসা করেন ইয়ান বিশপ। বিপদের মাঝেও যেইভাবে দলের হাল ধরে দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন তাতেই ফুটে উঠেছিল অধিনায়ক আকবর আলীর দৃঢ়তা। তৌহিদ হৃদয় এই আসরে খুব বেশি রান না করতে পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে তার ইনিংসের প্রশংসা করেন ধারাভাষ্যে বিশপ তার ব্যাটিং টেকনিকের জন্য ও মাথা ঠান্ডা রেখে খেলা চালিয়ে যাওয়ার জন্য। পেসার শরিফুল প্রায় সকল ম্যাচেই শুরুতে অসাধারণ বোলিং করে দলকে দারুন শুরু এনে দিয়েছিলেন। ফাইনালে তার পর পর দুই উইকেট খেলার মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশের দিকে। তার ফিল্ডিংও ছিলো অসাধারণ এক কথায়। এখন দেখার বিষয় হবে বিশপের এই পছন্দের ৩ জন খেলোয়াড় তার প্রত্যাশা পূরন করে সবার আগে জাতীয় দলে আসতে পারবেন কিনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশের প্রশংসা করায় ভারতীয়দের কাঠগড়ায় বিশপ, দিলেন পাল্টা জবাব

বাংলাদেশের প্রশংসায় রোডস-সাঙ্গাকারারা

মানকাডিং বিতর্কে বিশপের কড়া জবাব

ধারাভাষ্যকাররা জানালেন যুব বিশ্বকাপে ফেভারিট যারা

সাকিবের মত অলরাউন্ডারদের ‘গাছে পাওয়া যায় না’!