Scores

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত

প্রায় ৪ বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব ঘোষণা অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহে ৭ দিনের ভেতরেই সম্পূর্ণ হবে ৫টি ম্যাচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সূচি জানিয়েছে বিসিবি।

তারুণ্য-নির্ভর দল নিয়ে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশ

ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত ছিল ৭ দিনের মধ্যে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ সম্পূর্ণ করতে হবে। বিসিবি সেই শর্তই পূরণ করেছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ আগস্ট।

Also Read - জাতীয় দলের জায়গা কারো জন্যই স্থায়ী না : রাজ্জাক

সিরিজের পরবর্তী ৩টি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সিরিজের সবগুলো খেলাই হবে দিবারাত্রির। তবে ঠিক কখন ম্যাচগুলো শুরু হবে তা আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। ৫ ম্যাচের সিরিজ ৭ দিনে সম্পূর্ণ করার জন্য মাঝে ছুটি রাখা হয়েছে কেবল ২ দিন।

বাংলাদেশ দল বর্তমানে জিম্বাবুয়ে সফরে আছে। সেখানে বাংলাদেশের এখনো বাকি ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। অস্ট্রেলিয়াও আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে অজিদের এখনো ২টি ম্যাচ বাকি আছে। এই সফর শেষ করে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দলই ২৯ জুলাই ঢাকায় অবতরণ করবে। তারপর হোটেলে ৩দিনের কোয়ারেন্টিন পালন করবে উভয় দল। সেক্ষেত্রে সিরিজের আগে কেবল এক দিন, ১ আগস্ট অনুশীলন করতে পারবে দুই দল।

একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি :

ম্যাচদিন
১ম টি-টোয়েন্টি৩ আগস্ট
২য় টি-টোয়েন্টি৪ আগস্ট
৩য় টি-টোয়েন্টি৬ আগস্ট
৪র্থ টি-টোয়েন্টি৭ আগস্ট
৫ম টি-টোয়েন্টি৯ আগস্ট

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে অজি গণমাধ্যমের শঙ্কা প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ স্থগিত, আইসোলেশনে সব ক্রিকেটার

মুশফিককে বলয়ে অন্তর্ভুক্তের অনুরোধে অস্ট্রেলিয়ার ‘না’

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর : স্বাস্থ্য সুরক্ষাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’

স্টার্ক-হ্যাজলউডের আক্রমণে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ