Score

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর আইপে

জুলাইতে উইন্ডিজের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার সিরিজ শুরু হবে টেস্ট দিয়েই। এই সিরিজকে সামনে রেখে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হয়েছে। উইন্ডিজের মাটিতে সিরিজটির টাইটেল স্পন্সর হয়েছে দেশের প্রথম অনলাইন ভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘আইপে’। এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল নিশ্চিত করা হয় বিষয়টি।

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর আইপে
ছবিঃ ফেসবুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপের কর্মকর্তা এবং টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান নির্বাহী। অনুষ্ঠানেই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি আইপে সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আহসান। ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

‘এই সিরিজের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে আইপে’কে দেশ এবং বাইরের মাটিতে সিরিজেও নিয়ে যাবো।’

Also Read - চ্যাম্পিয়ন্স ট্রফির কফিনে আইসিসির পেরেক

এই সিরিজে বেশ কয়েকটিতে স্পন্সর করছে আইপে। ম্যাচ সেরা, সিরিজ সেরা হতে আরও অনেক কিছুর সঙ্গেই থাকছে আইপে। বিষয়টি জানান চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত থাকা টোটাল স্পোর্টস মার্কেটিং এর প্রধান নির্বাহী মোহাম্মদ মইনুল হক।

‘আইপে সাইড-স্ক্রিনে থাকবে। তারপর প্রাইম পেরিমিটার পোস্ট থাকবে। আইপে অনেক পুরস্কারে স্পন্সর করবে। যেখানে থাকবে, ম্যান অব দ্য ম্যাচ, সিরিজ সেরা এবং উইনিং ট্রফিও তাদের নামেই যাবে।’

বর্তমানে আইপে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাই এই সিরিজে একটি ক্যাম্পেইনের মাধ্যমে বেশ কয়েকজন আইপে ব্যবহারকারীকে সিরিজ দেখার সুযোগ করে দিচ্ছে তারা।

আইপের হেড অব বিজনেসের আবুল খায়ের বলেন, ‘বেশ কয়েকজন আইপে ব্যবহারকারীকে উইন্ডিজের মাটিতে এবং আমেরিকায় খেলা দেখার সুযোগ করে দেওয়া হবে এই ক্যাম্পেইনের আওতায়।’

উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য আজ রাতে উড়াল দিবে তামিম-মুশফিকরা। মূল সিরিজ আরম্ভ হবে ৪ জুলাই। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের উইন্ডিজ সফরসূচি

টেস্ট সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ জুন অ্যান্টিগা
প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই জ্যামাইকা

ওয়ানডে সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ১৯ জুলাই জ্যামাইকা
প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানা
দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই গায়ানা
তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই সেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডা
তৃতীয় টি-টোয়েন্টি ৫ আগস্ট ফ্লোরিডা

আরও পড়ুনঃ দলের সাথে যেতে পারছেন না মিরাজ

Related Articles

যেসব চ্যানেলে দেখাবে উইন্ডিজ-বাংলাদেশ সিরিজ