Scores

বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা সমর্থন পাই না : রোহিত

বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্পে প্রথম দিকেই আসবে সমর্থকদের নাম। টাইগার ক্রিকেটের ভালো-মন্দ, সবসময়ই সমর্থন জুগিয়ে গেছেন সমর্থকেরা। লাল-সবুজের সমর্থকদের সাধুবাদ জানাতে ভুল করলেন না ভারতীয় ওপেনার রোহিত শর্মা। জানালেন, একমাত্র বাংলাদেশে খেলতে এলেই মাঠে সমর্থন পান না তারা।

শেষ বল দেখেননি রোহিত!

যেকোনো খেলাধুলায় খেলোয়াড়দের মূল শক্তি বা দ্বাদশ ব্যক্তি হিসেবে ভূমিকা রাখেন সমর্থকেরা। এই হিসেবে অন্যদের থেকে ঢের এগিয়ে বাংলাদেশ ক্রিকেট। শুধু দেশেই নয়, বিশ্বের যেকোনো প্রান্তে সাকিব আল হাসান, তামিম ইকবালরা খেলতে গেলে ম্যাচের কয়েকদিন আগেই ফুরিয়ে যায় ম্যাচ টিকিট। যার সিংহভাগই কেনেন টাইগার সমর্থকেরা।

Also Read - নাফিস ইকবালকে স্মরণ করলেন রোহিতের স্ত্রী


একই চিত্র উপমহাদেশের আরেক দল ভারতের ম্যাচেও। এমনও দেখা যায় যে, যেদেশে খেলতে গেছে বিরাট কোহলির দল, সেই দেশের স্থানীয় সমর্থকদের থেকে কয়েকগুণ বেশি ভারতীয় সমর্থক। পুরো গ্যালারি দখলে রাখেন তারা। অথচ বাংলাদেশে খেলতে এলে উল্টো চিত্র দেখতে হয় রোহিতদের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন থমকে গেছে জীবনযাপন। বন্ধ আছে সকল প্রকার খেলাধুলা। দীর্ঘদিন ঘরবন্দি থেকে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকেই। তখন অবসাদে খানিক প্রলেপ দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছেন তামিম। তারকা ক্রিকেটারের সাথে সরাসরি ভিডিও আড্ডা দিচ্ছেন তিনি।


শুক্রবার (১৫ মে) তামিমের অতিথি হিসেবে ছিলেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত। আড্ডার এক ফাকে বাংলাদেশি সমর্থকদের প্রশংসা করতে গিয়ে রোহিত জানান, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে খেলতে গেলে ভারত কোন সমর্থন পায়না।

রোহিত বলেন, ‘অবিশ্বাস্য, এমন কোনো দেশ নেই যেখানে ভারতীয় সমর্থক দিয়ে গ্যালারি পূর্ণ থাকে না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে আমরা কোনো সমর্থন পাই না। বিশ্বের যেকোনো প্রান্তে আমরা অনেক সমর্থন পাই। অনেক মানুষ আমাদের খেলা দেখতে মাঠে আসে।’

বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা খেলতে গেলে সমর্থন পাই না। আমি জানি স্টেডিয়ামে আমাদের কিছু সমর্থক আছে কিন্তু বাংলাদেশের সমর্থকদের জন্য তাদের শোনা যায় না। আমি লক্ষ্য করে দেখেছি। আমি সেখানকার সমর্থকদের সম্মান জানাতে চাই।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

তামিম-লিটনদের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন ডমিঙ্গো

ডমিঙ্গোর আশা ভালো ‘দলনেতা’ হবেন তামিম

আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না : তামিম

হেরে বিদায় তামিম একাদশের, ফাইনালে মাহমুদউল্লাহরা

দ্রুত বিজয় ফিরে গেলেও ভালো শুরু তামিমের