বাংলাদেশ একাদশে ‘৩’ পরিবর্তন; হাসান মাহমুদের অভিষেক
বিডিক্রিকটাইমের লাইভ রিপোর্টে আপনাকে স্বাগতম। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির খুঁটিনাটি সব আপডেট পেতে ফলো করুন থ্রেডটি। লোড হতে সময় নিলে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ও পেজ রিফ্রেশ করে আপডেটেড থাকুন।
টেস্ট ও ওয়ানডে সিরিজের দাপুটে পারফরম্যান্সের পর জিম্বাবুয়ের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সফরকারীদের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। সফরকারীদের বিপক্ষে আজ জয় পেলে সিরিজের পাশাপাশি প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে তিন সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
Also Read - ভারতের ম্যাচে বৃষ্টিকে দূরে রাখতে প্রার্থনাজিম্বাবুয়ে একাদশ: তিনাশে কামুনহুকামুয়ে, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), উইসলে মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ক্রিস এমপোফু, চার্ল মুম্বা ও চার্ল্টন শুমা।
একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে সফরকারী জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান , মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। ওপেনার তামিম ইকবালের সাথে আজ বিশ্রাম দেওয়া হয়েছে লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার শফিউল ইসলামকে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নাইম, আল-আমিন হোসেন। তাছাড়া এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে হাসান মাহমুদের।
টস: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।