Scores

‘বাংলাদেশ এখন নির্ভীক ক্রিকেট খেলে’

আর পাঁচ দিন পরই শ্রীলঙ্কায় বসবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ ‘নিদাহাস ট্রফি ২০১৮’, যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও ভারত।

ঐ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। সেই সাথে ব্যস্ত সময় তিন দেশের ক্রিকেট অঙ্গনেও। সিরিজ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা।

Also Read - আইপিএলেও আসছে ডিআরএস!


তেমনই এক বিশ্লেষণধর্মী প্রবন্ধে ভারতের কিংবদন্তী সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক কলামে গাভাস্কার লিখেন, বাংলাদেশ তাদের খেলার জায়গাটা অনেক উপরে নিয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর তারা যে শুধু টি-টোয়েন্টিতে অভিজ্ঞ হয়েছে, এমনটা নয়, বরং বাড়তি পাওয়া হিসেবে বিশ্বের সেরা সব খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে তাদের কাছ থেকে শিখেছে অনেক কিছু।’

গাভাস্কারের মতে, বাংলাদেশ এখন নির্ভীক ক্রিকেট খেলে। সেই সাথে যেকোনো দলকে হারানোর সক্ষমতাও বাংলাদেশের আছে বলে মনে করেন তিনি। তিনি লিখেন, ‘তারা এখন নির্ভীক ক্রিকেট খেলে এবং এই ফরম্যাটে বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে।’

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর কাজ করছেন নিজ দেশ শ্রীলঙ্কার হয়ে। তার অধীনে দলের পারফরমেন্সও হচ্ছে ভালো। গাভাস্কারের কলামে এলো সেই প্রসঙ্গও, ‘চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর স্বাগতিক শ্রীলঙ্কা দুর্দান্ত সময় কাটাচ্ছে। সাম্প্রতিক বাংলাদেশ সফরে তারা তিন ফরম্যাটেই জিতেছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে তারা ছিল বিধ্বংসী।’

উল্লেখ্য, নিদাহাস ট্রফি মাঠে গড়াবে আগামী ৬ মার্চ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ৮ মার্চ, ভারতের বিপক্ষে। সিরিজে টাইগারদের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ১০, ১৪ ও ১৬ মার্চ।

নিদাহাস ট্রফি ২০১৮ আসরের সূচি-

তারিখ                                               দল
৬ মার্চ ২০১৮                        শ্রীলঙ্কা বনাম ভারত
৮ মার্চ ২০১৮                        বাংলাদেশ বনাম ভারত

১০ মার্চ ২০১৮                     বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১২ মার্চ ২০১৮                     শ্রীলঙ্কা বনাম ভারত

১৪ মার্চ ২০১৮                     বাংলাদেশ বনাম ভারত
১৬ মার্চ ২০১৮                     বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৮ মার্চ ২০১৮                            ফাইনাল

আরও পড়ুনঃ শীঘ্রই আসছেন সালমা-রুমানাদের কোচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সেদিন রিয়াদকে সাহস জুগিয়েছিলেন রুবেল

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের