Scores

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ দল

উইন্ডিজ সফরের শুরুটা একদম বাজে হয়েছে  বাংলাদেশ দলের জন্য। বলতে গেলে এমন শুরু কখনই আশা করে নি কেউ। দুই টেস্টের দুটিই তিনদিনে শেষ হয়ে গিয়েছে। ইনিংস পরাজইয়ের মত লজ্জাও ছিল সঙ্গী। তাই সামনে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মধুর অভিজ্ঞতার আশায় আছে বাংলাদেশ।

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ দল

সাদা পোশাকে বেশ অধারাবাহিক বাংলাদেশ দল। অন্যদিকে রঙ্গিন পোশাকে অনেকটাই আত্মবিশ্বাসী। গত বিশ্বকাপে যে বদলে যাওয়া বাংলাদেশকে চিনেছে বিশ্ব সে বাংলাদেশের ছাপ ধারাবাহিকভাবে রেখে গিয়েছে ওয়ানডে ফরম্যাটে।

Also Read - পেরেরাদের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়


জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুশীলন করছে বাংলাদেশ দল। ওয়ানডে দল ইতোমধ্যেই শুরু করেছে টেস্ট অভিজ্ঞতা ধামাচাপা দেয়ার চেষ্টা। অনুশীলন শেষে দলের ওপেনার এনামুল হক বিজয় জানান, তাঁরা প্রস্তুতি নিচ্ছেন ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে, ‘একটা সিরিজ শেষ হয়ে গেছে। এখন নতুন করে শুরু করতে হবে। আশা করি ভালো কিছু করতে পারব। অবশ্যই সবাই চেষ্টা করবে ভালোভাবে ঘুরে দাঁড়াতে। টেস্ট শেষে সংস্করণ বদলে যাচ্ছে, এখন সাদা বলের খেলা। বাংলাদেশ ওয়ানডে ভালো খেলছে দীর্ঘ দিন।’

২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ দল ম্যাচ খেলেছে ৩৫টি, জিতেছে ১৭টি, হেরেছে ১৫টি ও পরিত্যাক্ত হয়েছে তিনটি ম্যাচ। সুতরাং দেখা যাচ্ছে প্রায় ৫০ শতাংশ ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। ঘরের মাঠে টানা পাঁচ সিরিজ জিতেছে। লঙ্কায় গিয়ে ড্র করে এসেছে সিরিজ। যদিও নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মাআটিতে তেমন সুবিধা করতে পারে নি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলেছে বাংলাদশ দল। ইংল্যান্ডের মাটিতে হারিয়েছে শক্তিশালী নিউজিল্যান্ডকে।

আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতি তাই শুরু করতে হবে এখন থেকেই। বাইরে জেতার অভ্যাস না করলে বিশ্বকাপে ছাপিয়ে যাওয়া কষ্ট হবে নিজেদেরই। আর উইন্ডিজ সিরিজই হতে পারে সেটার মোক্ষম সুযোগ। তাই এই টেস্ট সিরিজের গ্লানি ভুলে ওয়ানডে সিরিজ দিয়েই ফর্মে ফিরতে চায় বাংলাদেশ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সম্ভাবনাময় বিশ্বকাপের প্রথম ম্যাচের সামনে বাংলাদেশ

বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয়

উইন্ডিজের বিশ্বকাপ রিজার্ভ লিস্টে পোলার্ড ও ব্রাভো

লেস্টারে পৌঁছেছে বাংলাদেশ দল

বাংলাদেশ থেকে সাবধান পাকিস্তানকে রমিজ রাজা