Scores

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্ভাব্য সূচি

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের সম্ভাব্য সূচি চূড়ান্ত হয়েছে। এ সূচি আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে সিরিজটি চলবে আগষ্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।  সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২০ জুন অ্যান্টিগা পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের। সেখানে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। একাত্তর টিভি তাদের এক প্রতিবেদনের মাধ্যমে সিরিজের সূচি সম্পর্কে জানায়।

 

Also Read - ‘দুই মুস্তাফিজে আকাশ-পাতাল তফাৎ’


টেস্টের পরেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে অবশ্য বাংলাদেশ ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে। ওয়ানডের পর তিন ম্যাচের টি-২০ সিরিজ। শেষের দুই টি-২০ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।

আইসিসির এফটিপি অনুযায়ী, বাংলাদেশ দলের ওয়েষ্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল এ বছরের মার্চ মাসে।  অার সেই সিরিজটি এখন জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। তবে বাড়ানো হয়েছে ম্যাচ সংখ্যা। অতিরিক্ত হিসেবে অনুষ্ঠিত হবে ৩ টি-টুয়েন্টি ম্যাচ।

২০১৭ সালে ব্যস্ত এক বছর কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যস্ততার ধারাবাহিকতা বজায় থাকছে এবছরেও। তবে এ বছর টাইগারদের  সামনে আবারও বড় চ্যালেঞ্জ। ২০১৮ সালে প্রায় পুরো বছর জুড়েই বিদেশের মাটিতে সামর্থ্যের কঠিন পরীক্ষা দিতে হবে। সাম্প্রতিক সময়ে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার মাটিতে দারুণ পারফরমেন্স করেছে  বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে হটিয়ে ভারতের সাথে ফাইনালে জায়গা করে নেয়। তবে ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ হারতে হয় সাকিব আল হাসানের দলকে।

 

এক নজরে দেখে নিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্ভাব্য সূচি:

প্রস্তুতি ম্যাচ: ২৮-২৯ জুন (অ্যান্টিগা)

প্রথম টেস্ট: ৪-৮ জুলাই (অ্যান্টিগা)

দ্বিতীয় টেস্ট: ১২-১৬ জুলাই (জ্যামাইকা)

প্রস্তুতি ম্যাচ: ১৯ জুলাই (জ্যামাইকা)

প্রথম ওয়ানডে: ২২ জুলাই (গায়ানা)

দ্বিতীয় ওয়ানডে: ২৫ জুলাই (গায়ানা)

তৃতীয় ওয়ানডে: ২৮ জুলাই (সেন্ট কিটস)

প্রথম টি-২০: ৩১ জুলাই (সেন্ট কিটস)

দ্বিতীয় টি-২০: ৪ আগস্ট (ফ্লোরিডা)

তৃতীয় টি-২০: ৫ আগস্ট (ফ্লোরিডা)

[আরও পড়ুনঃ জাতীয় দলের বদলে বিপিএল নিয়েই ভাবছেন আশরাফুল]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

২১ বছরের অপ্রাপ্তি ঘুচেছিল অবিশ্বাস্য জয়ে

আশরাফুলের প্রিয় চার জয়

সাকিবের চোখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৫টি ম্যাচ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিরিজ সূচি

সাকিব-লিটনের একত্রে জ্বলে উঠার ৫ ঘটনা