Scores

বাংলাদেশ ও ভারত সিরিজ দিয়ে ক্রিকেট ফেরাতে প্রস্তুত শ্রীলঙ্কা

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফর রয়েছে বাংলাদেশ ও ভারতের। এ দুই দেশকে স্বাগত জানাতে প্রস্তুত শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এ দুই সিরিজ আয়োজনের চেষ্টা করলেও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত করেনি বাংলাদেশ ও ভারত। 

বাংলাদেশ ও ভারত সিরিজ দিয়ে ক্রিকেট ফেরাতে প্রস্তুত শ্রীলঙ্কা
কোভিড-১৯ মহামারী আকার ধারণ করায় শ্রীলঙ্কার ইতোমধ্যেই দুইটি সিরিজ স্থগিত হয়েছে। ইংলযান্দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল যা হতে পারে আগামী বছর জানুয়ারিতে। এছাড়া স্থগিত হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজও।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে বলেন,  “আমরা ভারত ও বাংলাদেশের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছি। তাদের সাড়ার অপেক্ষায় আছি। এখন পর্যন্ত এ সিরিজগুলো স্থগিত হয়নি।”

Also Read - আশরাফুলের ব্যাটে বাংলাদেশের সেরা তিন ইনিংস


করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে  বাংলাদেশ ও ভারতেও বিমান চলাচল নিয়ে রয়েছে কড়াকড়ি। আপাতত বাংলাদেশে নিয়মিত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ৩০ মে পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ইএসপিএনক্রিকইনফোকে বলেন, “বাংলাদেশে ভ্রমণের বিধিনিষেধের ব্যাপারটাও আমাদের দেখতে হবে। আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে আলোচনায় আছি। আমাদের খেলোয়াড়দের প্রস্তুতির বিষয়টিতেও লক্ষ্য রাখছি। সেটা হয়ে যাবে। খেলোয়াড়রা অনুশীলনে ফিরবে। কিন্তু সফরের অন্য বিষয়গুলো আমাদের দেখতে হবে।”

অন্যদিকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, সরকার থেকে অনুমতি মিললেই তারা সফর করতে পারবে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কায় তিন টেস্ট খেলার কথা বাংলাদেশের। এরপর লঙ্কানদের বিপক্ষে ভারতের তিন ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচের সিরিজ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৭০ জন। যাদের মধ্যে ৯ জন মারা গিয়েছে। গত ১৭ মে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২১।

এ দুই দলের সফর যথাসময়ে হওয়ার পূর্বশর্ত কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি। সেক্ষেত্রেই বিমান চলাচলের বিধিনিষেধ হতে পারে শিথিল। না হলে  শ্রীলঙ্কা ক্রিকেটের আশাহত হওয়ার সম্ভাবনাই বেশি।

Related Articles

পরিবর্তন এসেছে টাইগারদের অনুশীলনের ধরণে

বড় ইনিংস খেলতে চান শান্ত

শুধু বাংলাদেশের সিরিজ নয়, পেছাচ্ছে এলপিএলও

ম্যাকমিলানের পর আসছেন না ভেট্টোরিও

শ্রীলঙ্কা সিরিজের সাথেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট