Scores

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারের ভূমিকায় যারা

ক্রিকেট ম্যাচে বড় ভূমিকা থাকে আম্পায়ারের। খেলায় তারাই সর্বেসর্বা, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ জুড়ে কারা থাকবেন আম্পায়ারের ভূমিকায়, সেই তালিকা প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারের ভূমিকায় যারা

পুরো সিরিজ জুড়েই ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন নিউজিল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক জেফ ক্রো। অভিজ্ঞ এই আম্পায়ারের অধীনে থাকবেন নামকরা অন্য আম্পায়াররাও। মিরপুরে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও জোয়েল উইলসন।

Also Read - ম্যাচের আগের দিনই গেম প্ল্যান জানবেন পাপন!

ঢাকা টেস্টে দায়িত্ব পাওয়া আম্পায়ারদের মধ্যে রয়েছেন আলোচিত আম্পায়ার কুমার ধর্মসেনা। শ্রীলঙ্কার এই আম্পায়ার ম্যাচে তৃতীয় আম্পায়ার বা টেলিভিশন আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

২২ ফেব্রুয়ারি থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচে চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকছেন এক বাংলাদেশি। তিনি শরফদ্দৌলা ইবনে সৈকত।


এছাড়া সিলেটে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কুমার ধর্মসেনা ও মাসুদুর রহমান মুকুল, দ্বিতীয় ওয়ানডেতে পল রেইফেল ও মাসুদুর রহমান মুকুল এবং তৃতীয় ওয়ানডেতে কুমার ধর্মসেনা ও শরফদ্দৌলা ইবনে সৈকত অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল ফের ফিরবে ঢাকায়। মিরপুরে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শরফদ্দৌলা ইবনে সৈকত ও তানভীর আহমেদ এবং দ্বিতীয় ও শেষ ম্যাচে মাসুদুর রহমান মুকুল ও গাজি সোহেল অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

এই সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। ডিআরএস টেকনিশিয়ানের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের হেনরি ইলিসন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

লঙ্কানদের অবৈধ সুবিধা দিচ্ছেন ধর্মসেনা!

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের আম্পায়ারদের তালিকা চূড়ান্ত

অ্যাশেজ থেকে বাদ দেয়া হল দুই আম্পায়ারকে

ধর্মসেনার পক্ষে আইসিসির সাফাই

ফাইনালেও ধর্মসেনার বিতর্কিত আম্পায়ারিং