Scores

বাংলাদেশ থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল এখন বাংলাদেশ সফরে। আর কয়দিন পরই শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ক্যারিবীয়দের দ্বিপাক্ষিক লড়াই। দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আর এই ওয়ানডে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ওয়েস্ট ইন্ডিজআগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, ২০২৩ সালে। ভারতের সাথে বাংলাদেশের উইকেট, কন্ডিশন, আবহাওয়ায় অনেকটাই মিল আছে। বাংলাদেশের অভিজ্ঞতা তাই বিশ্বকাপে কাজে লাগানো যেতে পারে। বিষয়টি ভেবেই হয়ত, ক্যারিবীয়রা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ থেকেই।

Also Read - সৌরভের হস্তক্ষেপে 'টয়লেট পরিষ্কারের' ভোগান্তি থেকে রেহাই ভারতীয়দের

সফরকারী জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, এই সিরিজ দিয়েই বিশ্বকাপে কোয়ালিফাই করার লড়াই শুরু করবেন তারা। তিনি বলেন, ‘এটাই বিশ্বকাপের প্রস্তুতির শুরু। বিশ্বকাপে কোয়ালিফাই করার শুরুটা এখান থেকেই হচ্ছে।’

বিশ্বকাপ আরও প্রায় তিন বছর পর। ওয়েস্ট ইন্ডিজ দলে এখন যারা নিয়মিত, তাদের সাথে হয়ত বিশ্বকাপে খেলবেন অনেক নবীন। সেই নবীনেরা বাংলাদেশ সফরে খেলার সুযোগ পেয়েছেন সিনিয়রদের অনুপস্থিতিতে। সিমন্স মনে করেন, ক্যারিবীয় তরুণরা এই সুযোগ কাজে লাগাবেন।

তিনি বলেন, ‘সফরে যারা আছে তারা এখানে অন্যের জায়গা পূরণ করতে আসেনি, এটা তাদের জন্য সুযোগ। দলে জায়গা দখল করার সুযোগ। সব ক্রিকেটারের প্রতি আমার এই বার্তাটাই থাকবে। এখানে যদি তিনটি ওয়ানডে ও দুটি টেস্টে ভালো করেন, তাহলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে কেউ আপনাকে সরাতে পারবে না। এই সুযোগটা শুধু আপনারই।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

বিশ্বকাপে বাংলাদেশের ঘাটতি ছিল কোথায়?

২০১৯ বিশ্বকাপের সেরা ৫ ঘটনা

টুইটারে প্রশংসিত টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স

স্টেডিয়ামের বাইরে পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের ধস্তাধস্তি

ভিডিওঃ আফগানদের বিপক্ষে টাইগারদের জয়ের মুহূর্ত