বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত
আগামী বছরের সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, দু’টি টি-টোয়েন্টির পাশাপাশি দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। দু’দলের মধ্যকার এ সিরিজকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত সিরিজ-সূচি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চূড়ান্ত সিরিজ-সূচি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সিরিজ সূচি অনুযায়ী তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সেপ্টেম্বরের ২১ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। এরপর টেস্ট সিরিজের পর একদিনের সিরিজ আর সর্বশেষ অক্টোবরের ২৬ ও ২৯ তারিখে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে টাইগারদের মাসব্যাপি দক্ষিণ আফ্রিকা সিরিজের।
Also Read - পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চান নাসিরদ্বিতীয় টেস্টঃ ৬-১০ অক্টোবর।
দ্বিতীয় টি-টোয়েন্টিঃ ২৯ অক্টোবর।
-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম