Scores

“বাংলাদেশ দলে সৌম্যর আত্মবিশ্বাসটা একটু বেশি”

ওয়ানডে সিরিজের ধবল ধোলাইয়ের ক্ষত নিয়ে আগামী ৩ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে জিম্বাবুয়ে। আর এ টেস্ট সিরিজ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জিম্বাবুয়ে ক্রিকেট দলের।

উইলিয়ামসের সেঞ্চুরি উদযাপন। ছবি-বিডিক্রিকটাইম
উইলিয়ামসের সেঞ্চুরি উদযাপন। ছবি-বিডিক্রিকটাইম

এমনটাই জানালেন দলটির ব্যাটিং অল-রাউন্ডার সিম উইলিয়ামস। শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। “সৌম্য সরকার তো আপনাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর মূল ম্যাচে দুইটি সেঞ্চুরি হাঁকাল-এর কারণ হিসেবে কি বলবেন?” সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় বাংলাদেশ দলে তার (সৌম্য সরকার) আত্মবিশ্বাসটা একটু বেশি। সে আসলেই একজন স্ট্রাইক খেলোয়াড়।”

তিনি আরও বলেন, “আমরা টেস্ট সিরিজে ভালো করার জন্য সব সময় চেষ্টা করবো। জানি আমরা ঘুরে দাঁড়াতে পারবো।”

Also Read - বাংলাদেশের যত ওয়ানডে সিরিজ জয় ও হোয়াইটওয়াশ


শুক্রবার নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে সিরিজের তৃতীয় ওডিআই খেলতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যাতে শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লড়াকু সংগ্রহের পরও শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয় সফরকারী জিম্বাবুয়েকে।

উইলিয়ামসের ১২৯ রানের অপরাজিত ইনিংস সাথী করে বাংলাদেশের দিকে ২৮৭ রানের টার্গেট ছুড়ে দেয় তারা। কিন্তু ইমরুল-সৌম্যের অসাধারণ জুটিতে বেশ হেসেখেলেই জয় তুলে নেয় টাইগাররা। ফলাফল হিসেবে ৭ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে ওয়াইটওয়াশ হয় মাসাকাদজার দল।

সেঞ্চুরি হাঁকানোর পরও এমন হারের দুঃখস্মৃতি অবশ্য ভুলতে বেশ কষ্ট হবে উইলিয়ামসের। তবে সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি। হয়তো ভিতরটা ঠিকই জ্বলছে তার।

অন্যদিকে এই ম্যাচের মাধ্যমে একের পর এক রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে টাইগাররা। ২২০ রানের জুটি গড়ে দেশের মাটিতে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বড় পার্টনারশিপের রেকর্ড হাতিয়ে নিয়েছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। যার মাধ্যমে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের রেকর্ডেকেও পেছনে ফেললেন তারা। এছাড়া সিরিজের তিন ম্যাচের দুটিতে সেঞ্চুরি (১৪৪ ও ১১৫) ও অন্যটিতে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলে মোট ৩৪৯ রান তুলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারীর খেতাবও পেয়েছেন ইমরুল কায়েস।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ২৮৬/৬ (৫০ ওভার)

উইলিয়ামসন ১২৯*, টেলর ৭৫; অপু ৫৮/২, রনি ৩৯/১

বাংলাদেশ : ২৮৮/৩ ((৪২.১ ওভার)

সৌম্য ১১৭, ইমরুল ১১৫; মাসাকাদজা ৩/১, জার্ভিস ৪৭/১

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশের হাতে ‘মোমেন্টাম’ তুলে দিয়েছে, দাবি জিম্বাবুয়ের

নাঈমকে নিয়ে মুমিনুলের ‘অনুরোধ’

‘অধিনায়ক’ হিসেবে এটাই শেষ মাশরাফির, এমন কিছু বলেননি পাপন

বিডিক্রিকটাইমের ছবির প্রশংসায় মুমিনুল

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ