Scores

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে টুইটারে ট্রলের বন্যা

শুক্রবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বিশ্বকাপ থেকে দুই দলই প্রায় ছিটকে গিয়েছে। ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশ আগেই ছিটকে গিয়েছে। পাকিস্তানের জন্যও সমীকরণ বেশ কঠিন। গ্রুপ পর্বে ৮ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট ৮ ম্যাচ শেষে ৭।

বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে টুইটারে ট্রলের বন্যা
বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে টুইটারে ট্রলের বন্যা

তবে সমীকরণ কঠিন হলেও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা একেবারে শেষ হয়ে যায়নি। সেমিফাইনালে যেতে তাদের প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে। যদি পাকিস্তান পরে ব্যাট করে তাহলে তাদের কোন সুযোগ নেই। তাদের সুযোগ থাকবে শুধুমাত্র আগে ব্যাট করলে।

Also Read - 'মাঠে আগন্তুক প্রবেশ ম্যাচে খেলোয়াড়দের মনোযোগ ফেরায়'


পাকিস্তান যদি আগে ব্যাট করে ৩৫০ করে তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩১১ রানে। পাকিস্তান আগে ব্যাট করে ৪০০ করলে বাংলাদেশকে হারাতে ৩১৬ রানে। পাকিস্তান আগে ব্যাট করে ৪৫০ করলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন ৫০০ রান করার যদি সুযোগ থাকে। এই টুর্নামেন্ট ২৮০ – ৩০০ এর হলেও পাকিস্তান অধিনায়কের বিশ্বাস তার দল নিজেদের সেরাটা দিবে বাংলাদেশের বিপক্ষে।

পাকিস্তানি ভক্তরাও আশায় বুক বেধে রয়েছেন বাংলাদেশ ম্যাচ নিয়ে। তারাও জানে যে এই বিশাল ব্যবধানে জেতা কঠিন হবে। তবু দলটা পাকিস্তান বলেই তারা আশা রাখছেন। ম্যাচটি নিয়ে টুইটারে দেখা গিয়েছে ট্রলের ছড়াছড়ি। কেউ পাকিস্তানি দলকে ট্রল করছে তো কেউ পাকিস্তানি ভক্তদের। অনেকে সরফরাজের আত্মবিশ্বাস নিয়েও হাসাহাসি করছে। দেখে নিন বাছাইকৃত কিছু টুইট।

উল্লেখ্য গত ৪ বছরে পাকিস্তানের বিপক্ষে কোন ওয়ানডে হারেনি বাংলাদেশ দল। ২০১৫তে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এছাড়াও ২০১৮ এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশের জয়ে টুইটারে ঝড়

টাকার জন্য ভারতের প্রশংসা করেন শোয়েব, টুইটারে নিন্দার ঝড়

পাকিস্তানিদের টুইটে মুশফিকের তীব্র সমালোচনা, খোঁড়া যুক্তি

টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে স্টার স্পোর্টসের ঠাট্টা

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পান্ডিয়া!