বাংলাদেশ-বধই বিশপের চোখে ‘সাম্প্রতিক সময়ের সেরা সাফল্য’
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টেস্ট সিরিজে উল্টো বাংলাদেশকেই হোয়াইটওয়াশ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। যদিও করোনার দোহাই দিয়ে দলের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাংলাদেশে আসেননি। তাই টাইগারদের বিপক্ষে এই সাফল্য বিশাল তৃপ্তি এনে দিয়েছে ক্যারিবীয় ক্রিকেটাঙ্গনে।
ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ জয়কে সাম্প্রতিক সময়ের সেরা সাফল্য মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ। এক টুইট বার্তায় তিনি বলেন-
Also Read - জিতলে এত কথা হত না, দাবি মুমিনুলের‘নিশ্চিতভাবেই এটাকে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশের মাটিতে দুটি টেস্টই জেতায় ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন। অধিনায়ক হিসেবে ক্রেইগ ব্রাথওয়েট আজ দুর্দান্ত ছিলে। ভালো খেলেছো তুমি।’
It surely has to rank as one of the greatest achievements in recent years for @windiescricket to win both test matches here in Bangladesh. Kraig Braithwaite was outstanding as a captain today. Well played gentlemen🙌🙌🙌🙌.
— Ian bishop (@irbishi) February 14, 2021
শুধু ব্রাথওয়েট নন, ক্যারিবীয়দের রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বসিত ভারতের সাবেক ক্রিকেটার ও কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। টুইটারে তিনি লিখেছেন, ‘সত্যিই ওয়েস্ট ইন্ডিজের অসাধারণ এক জয়। মূল খেলোয়াড়দের ছাড়া বাংলাদেশকে তাদের মাটিতে হারানো বড় অর্জন। তাদের পারফরম্যান্স দেখে দারুণ লাগলো।’
Really an extraordinary win by West Indies. Beating @BCBtigers in their own backyard without their lead players is no mean achievement. Delighted for them. I am sure @Coachsim13 has played a big role in this win. Congratulations to every member of @windiescricket pic.twitter.com/rK0f4utAgh
— VVS Laxman (@VVSLaxman281) February 14, 2021