Scores

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ মাতাবে বিশ্ব একাদশ?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামী জন্মবার্ষিকী তার শততম জন্মবার্ষিকী। বিশেষ এই উপলক্ষ স্মরণীয় করে রাখতে ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব ক্ষেত্রেই চলছে পরিকল্পনা। ক্রিকেট অঙ্গনে পরিকল্পনা রয়েছে দেশনায়কের শততম জন্মদিনে বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ মাতাবে বিশ্ব একাদশ

ক্রিকেট অঙ্গনে বিষয়টির আভাস পাওয়া যাচ্ছিলো বেশ কয়েকদিন ধরেই। মঙ্গলবার (২৬ মার্চ) সেটি আরও স্পষ্ট হল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়। প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি এখনও নিশ্চিত না হলেও এমন কিছু করার কথাই ভাবছে বোর্ড।

এ বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ‘সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে। তারপরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এটাকে উপলক্ষ করে আমরা এখন থেকেই একটা পরিকল্পনা করছি।’

Also Read - বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত!


তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই এটা নিয়ে কথাবার্তা বলছি। আমরা এমন একটা কিছু করতে চাচ্ছি যেখানে সারা পৃথিবীর যারা ক্রিকেট বিশ্ব দেখে, তারা যেন এক সাথে বসে দেখতে চায়। তবে এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে, এখনও কারো সাথে সে বিষয়ে আলাপ হয়নি।’

এখনও বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও বোর্ডের পরিকল্পনায় বিশ্ব একাদশ ও বাংলাদেশের মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজনের চিন্তা। পাপন আরও বলেন, ‘তবে সব কিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সবগুলো দেশকে একসঙ্গে পাওয়া খুব কঠিন। খেলা নেই এমন সময়ও দল পাওয়া খুব কঠিন। এই জন্য সব থেকে বেশি খেলোয়াড় দেশ থেকে এনে একটা অংশগ্রহণমূলক ম্যাচের আয়োজনটাই পরিকল্পনায় আছে।’

বিভিন্ন ঐতিহাসিক উপলক্ষ পেলে বিশ্ব একাদশের যেসব ম্যাচ আয়োজন করা হয় সেগুলো পায় আইসিসির স্বীকৃতি। তাই বাংলাদেশে এমন ম্যাচ হলে তারও স্বীকৃতি পাওয়ার ব্যাপার রয়েছে। সেটি নিয়েও কাজ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নাজমুল হাসানের ভাষ্য, ‘সবার আগে প্রয়োজন আইসিসি থেকে ওটা রিকগনিশন পাওয়া। এটা নিয়ে অলরেডি আমরা আইসিসিকে লিখেছি। আমরা কাজ করছি। আমরা চাই সবচেয়ে নামকরা ক্রিকেটাররা এখানে এসে খেলবে। এটা নিয়ে আলাপ করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

দুর্নীতির দায়ে সাত বছরের জন্য নিষিদ্ধ ওমান ক্রিকেটার

বিশাল জয়ে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

জাহানারাদের গুগোলে খোঁজার হিড়িক!

সোনার আংটিতে ‘ইউনিভার্স বসের’ কীর্তি

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে ফিরলো দক্ষিণ আফ্রিকা