Scores

বাংলাদেশ মানসম্পন্ন দল: গাপটিল

হোম কন্ডিশনে নিজেরা এগিয়ে থাকলেও বাংলাদেশ যে মানসম্পন্ন দল, তাতে কোনো আপত্তি নেই কিউই ক্রিকেটার মার্টিন গাপটিলের।

বাংলাদেশ মানসম্পন্ন দল গাপটিল

বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গাপটিল জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি কঠিনই হতে যাচ্ছে তার দলের জন্য।

তিনি বলেন, সিরিজটি কঠিন হতে যাচ্ছে। কারণ বাংলাদেশের একটি মানসম্পন্ন দল।’

Also Read - নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু বুধবার


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাছে হারের ক্ষত এখনও যেন শুকায়নি গাপটিলের। সেই দুঃস্মৃতি কিংবা বাংলাদেশের জন্য সুখস্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ওরা সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখিয়েছেওদের কাছে আমরা শেষ ম্যাচটা হেরে গিয়েছিলাম।’

তবে বাংলাদেশের বিপক্ষে ভালো শুরুর ব্যাপারে গাপটিল বেশ আশাবাদী। তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচের পৃথক দুটি সিরিজের লড়াইকে ‘লম্বা দৌড়’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা সবাই আত্মবিশ্বাসী যে আমাদের শুরুটা ভালোই হবেলম্বা দৌড়ের শুরুতে একটা ভালো সূচনা হওয়া দরকার।’

চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ তো বটেই, টেস্ট সিরিজের শুরুতেও হয়ত তাকে পাওয়া যাবে না। গাপটিল মনে করেন, সাকিবের মত বিশ্বমানের ক্রিকেটারের চোট পাওয়া দুর্ভাগ্যের বিষয়।

গাপটিলের ভাষ্য, সাকিব একজন বিশ্বমানের ক্রিকেটারসে প্রচুর ক্রিকেট খেলেকিন্তু ক্রিকেটে চোট থাকবেইতার জন্য এটা দুর্ভাগ্য যে প্রয়োজনের সময় চোটে পড়াটা।’

তবে টানা ক্রিকেটের মধ্যে থাকা সাকিবের জন্য এই সময়টা বিশ্রাম হিসেবে কাজে লাগবে বলেও মনে করেন গাপটিল। তিনি বলেন, তবে সে একটা বিশ্রাম পেলখুব সম্ভবত সে টেস্ট সিরিজটা খেলবে।’

প্রসঙ্গত, নেপিয়ারে বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হেডিংলিতে খেলা হচ্ছে না স্মিথের

বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের দল ঘোষিত

আজ ভারতের ‘জামাই’ হবেন হাসান আলী

লম্বা সময়ের জন্য নির্বাসনে শাহজাদ

ডমিঙ্গোকে কোচ করতে চেয়েছিল শ্রীলঙ্কাও!