Scores

বাংলাদেশ-মিশন দিয়েই পদ ছাড়ছেন স্টুয়ার্ট ল

২০১৬ সালের সেপ্টেম্বরে ফিল সিমন্সকে বহিষ্কার করার পর বেশ কদিন প্রধান কোচবিহীন ছিল উইন্ডিজ। পরের বছরের জানুয়ারিতে দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পান স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য অস্ট্রেলিয়ান এই হাই প্রফাইল কোচকে দেওয়া হয়েছিল দায়িত্ব। যদিও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ল দায়িত্ব ছাড়ছেন।

বাংলাদেশ-মিশন দিয়েই পদ ছাড়ছেন স্টুয়ার্ট ল

আগামী অক্টোবরে ভারত সফরে যাবে উইন্ডিজ, এরপর দলটির বাংলাদেশ সফর। ঐ সফর শেষ করেই পদ থেকে অব্যাহতি নেবেন ল।

ল’র দায়িত্ব ছাড়ার প্রধান কারণ পরিবারকে সময় দেওয়া। তার পরিবার থাকে ইংল্যান্ড, আর এজন্য আগামী বছর থেকে ল কাজ করবেন কাউন্টির দল মিডলসেক্সের কোচ হিসেবে।

Also Read - ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌরভের


তবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটি যে সঠিক ছিল না, সেটি স্পষ্ট ল’এর কথাতেই। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হলউইন্ডিজ দলের সঙ্গে আমার দায়িত্ব পালনের সময়টা বেশ উপভোগ্য ছিল আমি বিশ্বাস করি, এই সময়ে গত দুই বছরে দল সামনের দিকে বড় এক পদক্ষেপ ফেলেছে ক্রিকেটার, স্টাফ এবং সমর্থকদের এই সময়ে দেওয়া সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

দায়িত্ব ছাড়ার পর কর্মস্থল কোথায় হবে, ল জানিয়েছেন সেটিও, ‘আমি মিডলসেক্সের দায়িত্ব নিতে চলেছিযার ফলে আমি আমার পরিবারের কাছাকাছি থাকতে পারবোভবিষ্যতের জন্য উইন্ডিজের সাফল্য কামনা করছি।’

যেই ল দলকে এনে দিয়েছিলেন দর্শনীয় সাফল্য, তার বিদায়ে স্বভাবতই উইন্ডিজ বোর্ড হতাশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান জিমি অ্যাডামস বলেন, ‘যদিও সিদ্ধান্তটা মেনে নেওয়াটা কষ্টকর, তবে আমরা স্টুয়ার্ট ল এর দায়িত্ব ছাড়ার কারণ অনুধাবন করতে পারছিআমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে স্টুয়ার্ট ল’কে দলের প্রতি তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাচ্ছিমিডলসেক্সের হয়েও তার সাফল্য কামনা করি।’

আরও পড়ুন: পাকিস্তানকে নিয়ে হতাশ ওয়াসিম আকরাম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে চমক

জুয়াড়ির সাথে যোগাযোগ করে নিষিদ্ধ আকমল

শেষ ওভারে শ্রীলঙ্কার ‘১’ উইকেটের রোমাঞ্চকর জয়

অনাহূত অতিথির খপ্পরে ওয়েলিংটন টেস্ট

ভারতের কঠোরতায় সুর নরম করল আইসিসি