SCORE

বাংলাদেশ ম্যাচ চলাকালে সিএসএ’তে ঝড়

পচেফস্ট্রুম টেস্টের প্রথম দিনের খেলায় ডিন এলগার-অ্যাইডেন মারক্রামদের সামলাতে বাংলাদেশের ক্রিকেটাররা যখন ঘাম ঝরাতে ব্যস্ত, ঠিক তখনই ঝড়ো হাওয়া বয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অঙ্গনে। আর এর জের ধরে পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট দক্ষিণ আফ্রিকা- সিএসএর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হারুন লরগাত।

বাংলাদেশ ম্যাচ চলাকালে সিএসএ'তে ঝড়, লরগাতের পদত্যাগ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে হারুন লরগাতের রয়েছে বেশ বড়সড় অবদান। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য গ্লোবাল টি-২০ লিগ সম্পর্কিত মতবিরোধেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

Also Read - প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় জানালেন সাঙ্গাকারা

লরগাতের পদত্যাগের ব্যাপারে নিশ্চিত করে আনুষ্ঠানিক বিবৃতিতে সিএসএর সভাপতি ক্রিস নেনজানি বৃহস্পতিবার বলেন, ‘সম্প্রতি আমরা বেশ কয়েকটা সভা করেছি। যেখানে আমরা চেয়েছি বোর্ডের সঙ্গে তার সম্পর্কের উন্নতি ঘটুক। তবে আমরা ব্যর্থ হয়েছি এই যাত্রায়। আশানুরুপ ফলাফল আমরা পাইনি।’

ক্রিসের এমন কথায় বোর্ডের সাথে লরগাতের দ্বন্দ্ব পরিষ্কার হয়েই ফুটে উঠেছে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতের অমিল দেখা দিচ্ছিল এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠকের।

লরগাতের অপ্রত্যাশিত অব্যাহতিতে অবশ্য থেমে নেই দেশটির ক্রিকেট বোর্ডের কার্যক্রম। ইতোমধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন সংস্থাটির সহ-সভাপতি থাবাং মোরে। যদিও মোরে দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে।

১৯৬০ সালের ২৬ মে কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথে জন্ম নেওয়া হারুন লরগাত দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও দেশটির একজন খ্যাতনামা ব্যবসায়ী। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে রেখেছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা। ইতিপূর্বে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

আরব আমিরাতের সাথে চুক্তি করলো কারস্টেন

লম্বা বিরতির পর টেস্ট দলে ডি ভিলিয়ার্স, স্টেইন