SCORE

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিট মূল্য নির্ধারণ

২০১৬ সালের পর ত্রিদেশীয় সিরিজের মতো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের টিকিটও মিলবে অনলাইনে অর্থাৎ সহজ ডট কমে। লঙ্কানদের বিপক্ষে সমান দুই ম্যাচ সিরিজের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্ধারণ করা হয়েছে টিকিটের ভিন্ন-ভিন্ন দাম।

অলিখিত ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

৩১ জানুয়ারি থেকে বন্দরনগরীতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ। চট্টগ্রাম টেস্টের জন্য সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ধরা হয়েছে টিকিটের মূল্য। অন্যদিকে সিরিজের দ্বিতীয় অর্থাৎ ঢাকা টেস্টের জন্য টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা রাখা হলেও সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

Also Read - নিষেধাজ্ঞার মেয়াদেই জাতীয় দলে ডাক পেলেন শাহজাদ

টেস্ট সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ঢাকা পর্ব ও সিলেট পর্বের জন্য ভিন্ন-ভিন্ন টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম। অন্যদিকে সিলেটের সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচের জন্য সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১০০০ টাকা নির্ধারণ করেছে বিসিবি।

প্রসঙ্গত লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে ৩১ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের এ লড়াইয়ের পর ঢাকা ফিরে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু’দলের মধ্যকার সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচ। এরপর ১৫ ফেব্রুয়ারি ঢাকা প্রথম টি-টোয়েন্টি ও ১৮ ফেব্রুয়ারি সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল।

ঢাকা টেস্টের টিকিট মূল্য (প্রতিদিন): বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ১০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড (ক্লাব হাউজ) ২০০ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ৮০ টাকা ও পূর্বদিকের গ্যালারি ৫০ টাকা।
 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট মূল্য: বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড (ক্লাব হাউজ) ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ১৫০ ও পূর্ব দিকের গ্যালারি ১০০ টাকা।

 

দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, পশ্চিম দিকের গ্যালারি ১৫০ টাকা, গ্রিন হিল এরিয়া ও পূর্ব দিকের গ্যালারি ১০০ টাকা।

লঙ্কান সিরিজের সফরসূচি-


       তারিখ                                       ম্যাচ                                       ভেন্যু

৩১জানুয়ারি- ৪ ফেব্রুয়ারি              প্রথম টেস্ট              জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৮-১২ ফেব্রুয়ারি                           দ্বিতীয় টেস্ট              শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৫ ফেব্রুয়ারি                               প্রথম টি-টোয়েন্টি       শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৮ ফেব্রুয়ারি                               দ্বিতীয় টি-টোয়েন্টি      সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম


আরও পড়ুনঃ ত্রিদেশীয় সিরিজের টিকিট মূল্য ও প্রাপ্তিস্থান

Related Articles

চোট সারাতে তামিমের ইংল্যান্ড-যাত্রা বুধবার

অঘোষিত সেমিফাইনালের সামনে বাংলাদেশ

চাপই এনে দেয় রিয়াদের নিজস্ব ছন্দ

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌরভের

রশিদকে সামলানোর প্রস্তুতি ছিল ইমরুলের