Scores

বাংলাদেশ সফরের আশা ছাড়ছেন না কামিন্স

করোনাভাইরাসের কারণে থমকে গেছে ক্রিকেট বিশ্ব, এলোমেলো হয়ে গেছে ক্রিকেটীয় সূচি। শঙ্কায় আছে নিকট ভবিষ্যতের টুর্নামেন্ট-সিরিজগুলো নিয়েও। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার পরবর্তী মিশন বাংলাদেশ সফর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিরিজটি নিয়ে শঙ্কা থাকলেও আশাবাদী অজি পেসার প্যাট কামিন্স।

বাংলাদেশ সফরের আশা ছাড়ছেন না কামিন্স

অস্ট্রেলিয়ার এই তারকা পেসার বিশ্বাস করেন, পরিস্থিতি খুব দ্রুতই ঠিক হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়াতেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসার কথা রয়েছে। ভাইরাসের সংক্রমণ ঠেকানো গেলে বিশ্বকাপ সময়মতই মাঠে গড়াবে। আইপিএল বা দ্বিপাক্ষিক সিরিজগুলোর মত বিশ্বকাপ নিয়েও বেশ আশাবাদী কামিন্স।

Also Read - করোনা কালের লড়াইয়ে কামরুল ইসলাম রাব্বিএই গতি তারকা বলেন, ‘আমি এখন মনোযোগ রাখছি আইপিএল, বাংলাদেশ সফর আর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আমরা আশা রাখতেই পারি যে সবকিছু খুব দ্রুত ঠিক হয়ে যাবে।’

বিশ্বকাপ শুরু হবে আগামী অক্টোবরে, অর্থাৎ এখনো বাকি অর্ধ-বছরেরও বেশি সময়। আইপিএল বা বাংলাদেশ সফরে মনোযোগ রাখা কামিন্স স্বভাবতই বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রত্যাশাই করছেন।

তিনি বলেন, ‘এখনো অনেক কিছুই হতে পারে। আমাদের জন্য এটা সৌভাগ্যের বিষয় যে বিশ্বকাপের আগে অনেক সময় আছে এখনো। এখনো ছয় মাস বাকি।’

আগামী জুনে অস্ট্রেলিয়া জাতীয় দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট খেলবে সফরকারীরা। তবে করোনাভাইরাসের কারণে এই সিরিজেও স্থগিতাদেশ ঘোষণার শঙ্কা রয়েছে।

ইতোমধ্যে মে পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক সূচি স্থগিত হয়েছে। বর্তমানে পাকিস্তান সফরে থাকার কথা থাকলেও করোনায় স্থগিত হয়েছে সেই সফর। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের অ্যাওয়ে সিরিজও ইতোমধ্যে স্থগিতাদেশ পেয়েছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার

অবসর নিয়ে ভাবছেন ওয়ার্নার

ভেঙে গেল পেরির সংসার, টুইটারে কিছু ভক্তের নোংরা প্রতিক্রিয়া!

আগামী বিশ্বকাপ ভারতে হলে ফেরত নেওয়া হবে টিকেট