SCORE

বাংলাদেশ সফরে স্বস্তিতে থাকবে না অস্ট্রেলিয়া

চলতি মাসের তৃতীয় সপ্তাহে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে কিছুটা দুশ্চিন্তা ভর করে থাকবে স্মিথ-ওয়ার্নারদের উপর। সেটি কেবল বদলে যাওয়া বাংলাদেশের শক্তিমত্তার কারণেই নয়, অস্ট্রেলিয়ার র‍্যাংকিং হিসেবনিকেশের কারণেও।

চলতি বছরের ক্রিকেটীয় ক্যালেন্ডারে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। সেই হতাশা নিয়ে বাংলাদেশ সফরে আসার পর দলটির উপর থাকবে র‍্যাংকিং-দুশ্চিন্তার ভারও। বাংলাদেশের বিপক্ষে ভালো করতে না পারলে টেস্ট র‍্যাংকিংয়ে অবনমিত হতে পারে বর্তমান বিশ্ব-চ্যাম্পিয়নরা।

Also Read - 'তিন নম্বরের জন্য সাব্বির উপযুক্ত নয়'

চলতি বছরে ভারত সফরে টেস্ট সিরিজে ভালো করতে পারেনি অজিরা। ফলে র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকার সুযোগটাও হাতছাড়া হয়েছে তাদের। যার কারণে আসন্ন বাংলাদেশ সিরিজের আগে দলটির খেলোয়াড়দের মাথায় কাজ করছে দুশ্চিন্তা।

র‍্যাংকিংয়ের হিসেবনিকেশ এবার বেশ কঠিনই হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার জন্য। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের দুটি ম্যাচই যদি বাংলাদেশ জয়লাভ করে, তাহলে র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে নেমে আসবে সফরকারীরা।

অতীতের পরিসংখ্যান আর ইতিহাস অস্ট্রেলিয়ার পক্ষে কথা বললেও গত কয়েক বছরে বেশ খানিকটা বদলে যাওয়া বাংলাদেশ এবার হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়া-বধের নায়ক। গত বছর ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর পর মুশফিক-বাহিনীর আত্মবিশ্বাসও আছে তাই তুঙ্গে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

নীরবেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মিথ

অস্ট্রেলীয়দের নিয়ে মঈন আলীর ক্ষোভ

ব্যানক্রফটের নতুন ‘ঘর’

পাপন কিংবা সাকিব নন, তারিখ জানাবেন হোয়ে

ইংল্যান্ডের সর্বকালের সেরা একাদশ ঘোষণা