Scores

বাংলাদেশ সিরিজে দলে ফিরতে পারেন বেল!

ইংল্যান্ডের ৩৪ বছর বয়সী অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান ইয়ান বেল অনেকদিন থেকে জাতীয় দলের বাহিরে আছে। তবে বাংলাদেশ সিরিজেই দলে ফিরতে পারেন এই ক্রিকেটার।

1429119958213
ইয়ান বেল একসময় ইংল্যান্ড দলের সেরা ভরসার মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিলেন। কিন্তু ২০১৫-১৬ মৌসুমে দক্ষিন আফ্রিকা সফরে ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বেল কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেন নি। অন্যদিকে ইংল্যান্ড সেই সিরিজে ২-০ তে পরাজিত হয়।

কিন্তু তারপরেও বেলের উপমহাদেশে অভিজ্ঞতার কারণে সামনের বাংলাদেশ সিরিজে তাকে দলে সুযোগ দেয়া হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। এপর্যন্ত ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে ৭,৭২৭ রান করেছেন বেল। পাশাপাশি শতক আছে ২২ টি।

Also Read - এসিসির কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে


যদিও ঘরোয়া ক্রিকেটে টেস্টের বড় ফরমেটের এবারের আসর খুব বেশি ভালো যায় নি বেলের, ১৬ ইনিংসে মাত্র ১ টি শতকের দেখা পেয়েছিলেন। তবে টি-টোয়েন্টির ছোট ফরমেটে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ক্রিকেটার। ওয়ারউইকশায়ার হয়ে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বেল। ১৪ ইনিংসে ৫ টি অর্ধ-শতক সহ করেছিলেন ৪৮৯ রান।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের কোচ ট্রেভর বেয়লিস ইয়ান বেলের সাথে দেখা করেছেন। প্রতিবেদন অনুযায়ী, বেল সাদা জার্সিতে ইংল্যান্ড দলে ফেরার বাসনার কথা ইংল্যান্ড কোচকে জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য এখনো দুলছে। ইসিবির প্রতিনিধি দলের রিপোর্টের পরেই জানা যাবে এই সিরিজের ভাগ্য। যদি ইসিবির ঘোষনা ইতিবাচক হয় তবে আগামী অক্টোবরে দুইটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে পরের ম্যাচ ৯ অক্টোবর। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে। এদিকে একই ভেন্যুতে ২০ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। আর এই সফরে অংশ নিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে ৩০ সেপ্টেম্বর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

“সাকিবদের মনে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে”

বিপিএলে খেললে ভালো ক্রিকেটার হবেন ইংলিশরা!

বিপিএলে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন বেল

ঢাকা ডায়নামাইটসে খেলা নিয়ে উচ্ছ্বসিত বেল

বাংলাদেশ সফরে বেলকে দলে নেয়ার বিপক্ষে নাসের হুসাইন