Scores

বাংলাদেশ সিরিজে ধোনিকে রাখার পক্ষে নন গাভাস্কার

ভারতের টি-টোয়েন্টি দলে আপাতত ভাবনায় নেই মহেন্দ্র সিং ধোনি। এমনকি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায়ও নেই ধোনি। ভারতের টি-টোয়েন্টি দলে ধোনিকে দেখতে চান না সুনীল গাভাস্কার।

বিশ্বকাপের পর পরই ধোনির অবসর নিয়ে কম জল ঘোলা হয়নি। বিশ্বকাপে মলীন পারফরম্যান্সের পর তার অবসর চেয়েছেন ক্ষোদ ভারতীয়রাই। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নাম ছিল না তার। বোর্ড থেকে ছুটি নিয়েছে বলা হলেও আসল কারণটা সবারই জানা।

Also Read - ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারলো সাইফরা


আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। এছাড়াও আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এমনিতেই ওয়ানডের ভাবনাতেই ধোনিকে রাখছে না তারা। তার উপর টি-টোয়েন্টি তো কল্পনার বাইরে। আসন্ন বাংলাদেশ সফরে ধোনিকে টি-টোয়েন্টিতে দেখতে চাননা দেশটির সাবেক ক্রিকেটার গাভাস্কার। বাংলাদেশ সফরে ধোনিকে রাখা উচিৎ কিনা এ প্রশ্নের জবাবে গাভাস্কার বলেন,

“না, আমাদের সামনের দিকে তাকানো উচিৎ। অন্তত আমার দলে তাকে রাখতে চাই না। আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন তাহলে আমি রিশাভ পান্টকেই রাখব। ভারতের ক্রিকেট দলে ধোনির অবদান অতুলনীয় কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের কথা চিন্তা করা উচিৎ। এখন সময় এসেছে সামনের দিকে তাকানোর।”

ধোনির অনুপস্থিতে পান্টকেই খেলাচ্ছে ভারতের নির্বাচকরা। তবে পান্টের পারফরম্যান্সে হতাশ। গাভাস্কারের কাছে প্রশ্ন রাখা হয়েছে যদি পান্ট ব্যর্থ হয় তাহলে কাকে সুযোগ দেওয়া উচিৎ?

“যদি বিকল্প উইকেটকিপারের কথা চিন্তা করতে হয় তাহলে আমি সাঞ্জু স্যামসনের কথা বলব। ও ভালো কিপারের পাশাপাশি ভালো ব্যাটসম্যানও।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

ধোনির সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ভাঙলেন হিলি

ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান রোহিত

‘ভারতীয়দের রসিকতাবোধের অভাব আছে’

নিউজিল্যান্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট