██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাইরের সমালোচনা হয়তো প্রভাবিত করেছিল কোহলিকে, বলছেন ডি ভিলিয়ার্স

নতুন মৌসুমে কোহলি ভালো করবেন বলে বিশ্বাস ডি ভিলিয়ার্সের।

বাইরের সমালোচনা হয়তো প্রভাবিত করেছিল কোহলিকে, বলছেন ডি ভিলিয়ার্স

বাইরের সমালোচনা হয়তো প্রভাবিত করেছিল কোহলিকে, বলছেন ডি ভিলিয়ার্স

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2025-03-18T19:05:22+06:00

আপডেট হয়েছে - 2025-03-18T19:05:22+06:00

শুরু হতে চলেছে আইপিএলের আরও একটি মৌসুম। নতুন মৌসুমের আগে আবারও আলোচনায় বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এবার কেমন করবেন কোহলি? শেষ হবে শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষা? [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  লম্বা সময় একসাথে আরসিবিতে খেলেছেন কোহলি এবং ডি ভিলিয়ার্স।
আইপিএলের সব মৌসুমে আরসিবিতেই খেলেছেন বিরাট কোহলি। ১৭ বছরেও জেতা হয়নি শিরোপা। সর্বশেষ আসরে কোহলির কিছুটা ধীর ব্যাটিংয়ের কারণে সমালোচনাও হয়েছে অনেক। সমর্থকদের প্রত্যাশা সেভাবে মেটাতে পারেননি কোহলি। পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেন বিরাট কোহলি।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের পর এবারই প্রথম আইপিএলে নামছেন কোহলি। আগের আসরে ফর্মের ওঠানামা সংক্রান্ত ব্যাপারে মুখ খুলেছেন কোহলির একসময়ের আরসিবি সতীর্থ এবং খুব কাছের বন্ধু এবি ডি ভিলিয়ার্স। তার মতে, বাইরের সমালোচনা প্রভাবিত করতে পারে কোহলিকে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

সম্প্রতি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমার মতে, গত কয়েক মৌসুমে বিরাট খুব অযাচিত সমালোচনার সম্মুখীন হয়েছে। আমি মনে করি, সে খুব ভালো ব্যাটিং করেছে। কোনো সন্দেহ নেই যে বাইরের কিছু সমালোচনা হয়তো তাকে কিছুটা প্রভাবিত করেছে। দিন শেষে আমরা সবাই মানুষ। আমার খেলোয়াড়ি জীবনেও অনেক বাইরের সমালোচনা ছিল যা আমাকে প্রভাবিত করেছিল, অবশ্যই আমার পারফরম্যান্সকে নয়, কিন্তু আপনি ভাবতে তো পারেন এসব ব্যাপারে। আপনি দিন শেষে শুধুই মানুষ।’

 

সমালোচনার প্রভাবের ব্যাপারে ডি ভিলিয়ার্স বলেন, ‘এসব ক্ষেত্রে আপনি হোটেল রুমে ফিরে ভাববেন, আমি কি এখনও যথেষ্ট ভালো? আমাকে কি এখানে থাকতে হবে? কোচের কাছে কি আমাকে আলাদা ব্যাটিং পজিশনে খেলার জন্য বলতে হবে? আমি কি দলের জন্য সঠিক কাজ করছি? তাই বিরাট, একজন দারুণ টিমম্যান, নিশ্চয়ই তার মনে এই ধরনের সন্দেহ থাকে। তবে বিরাটের সম্পর্কে একটি বিষয় হলো, সে সবসময় সেরা সময়ে, যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সে এসব উতরে যেতে পারে, সবকিছু বন্ধ করে দিতে পারে এবং নিজের কাজটা ঠিকভাবে করে দিতে পারে। আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তার চোখে সেই মনোযোগ দেখতে পেয়েছিলেন।’

 

কোহলিকে নিয়ে ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘হ্যাঁ, সে আন্তর্জাতিক টি-টোয়াল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে, কিন্তু আমি মনে করি বিরাটের কাছে আরও অনেক কিছু বাকি রয়েছে, বিশেষ করে এই মৌসুমে আরসিবির ব্যাটিং লাইনআপের সাথে। আমার মতে, বিরাটের ওপর চাপ তেমন থাকবে না। সে শুধু তার সামনে যা দেখবে, তাই খেলতে পারবে। আর এইটাই বিরাটের সেরা সময়, যখন সে পরিস্থিতি অনুযায়ী খেলে। বিরাট তার ক্রিকেট উপভোগ করছে বলে মনে হচ্ছে। আমি মনে করি তাকে তার স্ট্রাইক রেট বাড়ানোর জন্য চাপ নিতে হবে না, কারণ ফিল সল্ট তার পাশে থাকবে। সে (সল্ট) আমাদের দেখা সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড়দের মধ্যে একজন। আমি মনে করি সে বিরাটের ওপর চাপ অনেকটাই কমিয়ে দেবে। বিরাটকে তার দীর্ঘদিনের কাজটি চালিয়ে যেতে হবে, খেলা নিয়ন্ত্রণ করতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে।’

 

 

ডি ভিলিয়ার্সের মতে, ‘সে (কোহলি) জানে কখন রানের গতি বাড়াতে হবে এবং কখন কমাতে হবে। বিরাটকে এই টুর্নামেন্টে ব্যাটিং বিভাগের নেতা হতে হবে এবং কাজটি একসাথে রাখতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে যাতে ব্যাটিং অর্ডারে কোনো কলাপ্স না হয়।’

 

এছাড়া অধিনায়কের সিদ্ধান্তেও এবার সবাইকে চমকে দিয়েছে আরসিবি। অধিনায়ক করেছে রজত পতিদারকে। এই প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি মনে করি তার (পতিদারের) সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অস্বস্তি। বিরাটের মতো অতীতের বড় অধিনায়কদের জায়গায় দাঁড়ানো, বিরাটের কাছাকাছি থাকলে এবং প্রতিনিয়ত নিজের ওপর সন্দেহ করার সম্ভাবনা থাকে, আমি কি সঠিক কাজ করছি? বিরাট কী করবে? সুতরাং, আমি মনে করি, এটি তার (পতিদারের) সবচেয়ে বড় বাধা এবং এটি কাটিয়ে উঠতে, নিজেকে বারবার মনে রাখতে হবে, কেন আমি এই অবস্থানে আছি? আমাকে কেন নির্বাচিত করা হয়েছে? এর একটি ভালো কারণ আছে এবং এটি আমার জন্য সময় এসেছে বিশ্বাস করতে এবং সত্যিকারভাবে আমি কে, তা হতে। বিরাট বা ফাফের মতো অধিনায়ক হতে চেষ্টা না করে, (পতিদারকে) রজত পতিদারের মত অধিনায়ক হওয়া উচিত এবং বিরাট, অ্যান্ডি ফ্লাওয়ার এবং অন্যান্য খেলোয়াড়দের অভিজ্ঞতা ব্যবহার করতে হবে, কিন্তু সব সময় নিজেকে সৎ থাকতে হবে, আর এইটাই হবে পতিদারের জন্য আমার পরামর্শ।’

 

নতুন আসরে নিজের পুরনো দল আরসিবির ব্যাপারে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আরসিবির একটি অত্যন্ত ভালো ভারসাম্যপূর্ণ দল রয়েছে। তাদের জন্য বড় বাঁধা হতে পারে তাদের টুর্নামেন্টের সময়সূচি, স্পিনারের অভাবের চেয়ে। তাদের একটি এক্স-ফ্যাক্টর স্পিনারের অভাব আছে, ক্রুনাল পান্ডিয়া একজন দুর্দান্ত স্পিনার। আমরা তাকে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখেছি এবং সে ব্যাটও করতে পারে। তাদের আরও কিছু বিকল্পও রয়েছে। তবে এই দলটি সম্পর্কে যা আমি সবচেয়ে পছন্দ করি তা হলো তাদের ভারসাম্য এবং এটি তাদের জন্য ভালো কাজ করবে, বিশেষত তাদের সময়সূচী এবং বিভিন্ন ভেন্যুতে বারবার খেলার প্রেক্ষিতে। তাদের সবচেয়ে কঠিন সময়সূচি রয়েছে তবে তাদের ব্যাটিং লাইনআপটা দেখুন না, (কী দারুণ!)।’

 

ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘শক্তি এবং নিয়ন্ত্রণের মধ্যে মিশ্রণ রয়েছে। আমি মনে করি বিরাট ফিল সল্টের সঙ্গে ব্যাট করতে উপভোগ করবে এবং বোলিং বিভাগ, ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা, আমি মনে করি এটি দলের জন্য চমৎকার হবে। যতক্ষণ আমরা জশ হ্যাজলউডকে পুরো মৌসুমে ফিট রাখতে পারি, আমি মনে করি আরসিবি একটি দুর্দান্ত মৌসুম কাটাবে। তাকে আগলে রাখুন।’

 

আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল অভিযান।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.