Scores

বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হচ্ছে না দুই অজি তারকার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে সিরিজের রঙিন পোশাকের বাকি ম্যাচগুলোতে দলের দুই সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সকে পাচ্ছে না দলটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না তাদের। ওয়ার্নারের বদলে টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে ডি আর্কি শর্টকে।

বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হচ্ছে না দুই অজি তারকার

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ইনিংসে চতুর্থ ওভারে ফিল্ডিংয়ের সময় এক রান বাঁচাতে গিয়ে চোটে পড়েন ওয়ার্নার। কুঁচকিতে ব্যথা নিয়ে দলের ফিজিও ও গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ চলাকালীনই স্ক্যান করানোর জন্য পাঠানো হয়েছিল ওয়ার্নারকে। ফলাফল পাওয়ার পরে জানা গিয়েছে আগামী দুই সপ্তাহ আর খেলা হচ্ছে না তার।

Also Read - শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ জিতল ইংল্যান্ড


অর্থাৎ ভারতের বিপক্ষে বাকি একটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলতে পারবেন না তিনি। তবে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। টি-টোয়েন্টি সিরিজে তার বদলি হিসেবে দলে যোগ দিবেন শর্ট।

এছাড়া আরও একটি দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডের বাকি একটি ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না কামিন্সেরও। তবে চোট নয়, কামিন্সকে দেওয়া হয়েছে বিশ্রাম। আগস্ট মাসে ইংল্যান্ড সফরে যাওয়ার পরে থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত টানা খেলার মধ্যে আছেন এই পেসার।

অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করে ফেলায় এখন কামিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে সিরিজের বাকি একটি ম্যাচসহ টি-টোয়েন্টি সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ টেস্টের এক নং এই বোলারকে পুরোপুরি ফিট হিসাবেই বোর্ডার গাভাস্কার ট্রফিতে চায় অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে আগামী ২ ডিসেম্বর। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ৬ ও ৮ ডিসেম্বর। এবং টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বল টেম্পারিং কাণ্ডে আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

অবশেষে দেশে ফিরলেন স্মিথ-ওয়ার্নার-পন্টিংরা

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে আসছে অজিরা

কেপটাউনের সেই বল টেম্পারিং নিয়ে বিস্ফোরক দাবি ব্যানক্রফটের

স্মিথের হাতে নেতৃত্ব তুলে দিতে চান পেইন