Scores

বাতিল হওয়া টেস্ট ভবিষ্যতে আয়োজনের পরিকল্পনা

ক্রাইস্টচার্চ টেস্ট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে নারকীয় সন্ত্রাসী হামলার বাতিল হয়েছে ঐ ম্যাচটি। তা না হলে নিউজিল্যান্ড ও বাংলাদেশ এখন হ্যাগলি ওভালের নয়নাভিরাম স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে লড়াইয়ে মত্ত থাকার কথা ছিল।

বাতিল হওয়া টেস্ট ভবিষ্যতে আয়োজনের পরিকল্পনা

তবে সেই লড়াই পাল্টে এখন লড়াই হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। শান্তিপূর্ণ দেশ খ্যাত নিউজিল্যান্ড অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরবর্তী অবস্থা সামলাতে চেষ্টা করছে, আর বাংলাদেশ চেষ্টা করছে অনেক বড় মানসিক ধাক্কার সম্মুখীন হওয়া ক্রিকেটারদের স্বাভাবিক করতে।

Also Read - পিএসএলের নতুন চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স


এরই মধ্যে বিসিবির ক্রিকেট অপারেশন্স সেক্টর চেষ্টা চালাচ্ছে বাতিল হয়ে যাওয়া টেস্টটি পুনরায় মাঠে গড়ানোর। তবে সেটি কবে মাঠে গড়াতে পারে এ নিয়ে অনুমানের সুযোগ নেই এখনই।

বাংলাদেশ দল এমনিতেই টেস্ট খেলে কম, অন্তত অন্যান্য টেস্ট খেলুড়ে দলের তুলনায়। ক্রাইস্টচার্চ টেস্টের আগে আবু জায়েদ রাহীও জানিয়েছিলেন বেশি টেস্ট খেলার আকুতি। শেষ পর্যন্ত ম্যাচটি অপ্রত্যাশিত নিয়তি মেনে নেওয়ায় বাংলাদেশের খেলা টেস্ট ম্যাচের সংখ্যা একটি কমেছে।

তবে এই ম্যাচ ভবিষ্যতে আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হবে। আর এই প্রস্তাব দেবে খোদ ক্রিকেট অপারেশন্স কমিটি। বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোরের সাথে আলাপকালে এমনটিই জানান কমিটির প্রধান আকরাম খান।

তার মতে, ভবিষ্যতে এই ম্যাচ মাঠে গড়ানোর চেষ্টা করা হবে। সেটি হোক বাংলাদেশের মাটিতে, নিউজিল্যান্ডের মাটিতে কিংবা নিরপেক্ষ কোনো ভেন্যুতে।

আকরাম বলেন, ‘হয়ত ওরা আমাদের দেশে আসলে আমরা একটি টেস্ট বেশি খেলতে পারি, বা ওখানে গেলে একটি টেস্ট বেশি খেলে…’

‘ক্রিকেট অপারেশন্স থেকে প্রস্তাব দেব যাতে এই টেস্টই বাংলাদেশ আবার খেলতে পারে।’– বলেন তিনি।

সেই ম্যাচ অবশ্য বাংলাদেশ বা নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনাই বেশি। এমন নারকীয় হত্যাযজ্ঞ থেকে ক্রিকেটাররা বেঁচে ফেরার পর সহসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডে কোনো সফরে সম্মত হবে- এমন ধারণা বা প্রত্যাশা এখন নেই বললেই চলে!

Related Articles

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আকরাম খান

হাসপাতালে ভর্তি আকরাম খান

করোনায় আক্রান্ত আকরাম খান

যা লেখা ছিল সাকিবের সেই চিঠিতে

সাকিবকে আইপিএলের এনওসি দেওয়ার বিষয়ে নতুন করে ভাবছে বিসিবি