বাতিল হল জিম্বাবুয়ের পুরো মৌসুম
করোনাভাইরাসের কারণে অসমাপ্ত রেখেই জিম্বাবুয়ে তাদের ঘরোয়া ক্রিকেট মৌসুম বাতিল করেছে। জিম্বাবুয়ে ক্রিকেটের এই পরিণতি শঙ্কিত করতে পারে অন্য বোর্ডের খেলোয়াড়-কর্মকর্তাদের।

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব থমকে আছে। থমকে আছে ক্রিকেটও। যেসব বোর্ড মৌসুম শেষ করতে পারেনি, তারা আছে মাঠে ক্রিকেট ফেরানোর ধান্ধায়। কেউ কেউ অসমাপ্ত টুর্নামেন্টেই বিজয়ীর খোঁজ করছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট দুইটির কোনো পথই মাড়াল না। দেশটির বোর্ড জিম্বাবুয়ের ঘরোয়া মৌসুমকেই বাতিল করেছে।
৩০ মার্চ থেকে জিম্বাবুয়েতে চলছে লকডাউন। ক্রিকেট বন্ধ আরও আগে থেকেই- ১৮ মার্চ। এর আগে প্রথম শ্রেণির লিগ তো চলছিলই, লগান কাপ ও লিস্ট ‘এ’ কন্টেস্টও ছিল মাঠে। এরই মাঝে করোনার হানা। উপায়ান্তর না দেখে বোর্ড কর্তারা সিদ্ধান্ত নিলেন, মৌসুমই বাতিল। অর্থাৎ, এবারের মৌসুম আর সমাপ্ত করা সম্ভব হচ্ছে না।
অসমাপ্ত আসরে জিম্বাবুয়ে কোনো বিজয়ী নির্ধারণ করেনি। কারণ, টুর্নামেন্টগুলোতে দলগুলো সমান সংখ্যক ম্যাচ খেলেনি। এমন পরিস্থিতিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে বিজয়ী ঘোষণা করা বিতর্কিত হতে পারত। বোর্ড তাই সেই পথই মাড়ায়নি।
জিম্বাবুয়ের প্রখ্যাত ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা এখন খেলা ছেড়ে বোর্ড পরিচালকের গুরুদায়িত্বে। মৌসুমের বাকি অংশ বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মৌসুম শেষ করার অপেক্ষায় ছিলাম। কিন্তু জিম্বাবুয়ে এবং পুরো বিশ্বে এখন যে পরিস্থিতি, তাতে শীঘ্রই ক্রিকেট শুরু করার আশা করা বাস্তবসম্মত নয়।’
মাসাকাদজা আরও জানান, ‘জিম্বাবুয়ে ক্রিকেট ২০১৯-২০ মৌসুম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো সমান সংখ্যক ম্যাচ খেলেনি বলে আমরা কাউকে ট্রফি তুলে দিব না।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।