Scores

বাদ পড়ছেন রিয়াদ-মুমিনুল?

চলতি বছর বাংলাদেশ নিজেদের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে, মার্চে। ঐ ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন না অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক।

সামনে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, তখন আবারও অনিশ্চয়তায় পড়ে গেছেন রিয়াদ ও মুমিনুলের। ক্রিকেট-পাড়ায় গুঞ্জন, আসন্ন অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক লড়াইয়ে অংশ নেওয়ার সৌভাগ্য নাও হতে পারে এই দুজনের।

Also Read - স্পিন আক্রমণের জন্য সাকিবের দিকে তাকিয়ে রাজ্জাক


নির্বাচকদের বাছাইকৃত ১৭ জন সদস্যের একটি দল ঘোষিত হবে অতি শীঘ্রই, যারা অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। জানা গেছে, ঐ ১৭ সদস্যের দলে নাম নেই রিয়াদ কিংবা মুমিনুল কারোরই। যদিও চলমান প্রস্তুতি ক্যাম্পে বেশ সিরিয়াস ছিলেন দুই ব্যাটসম্যান, প্রত্যাশা ছিল দলে জায়গা পাওয়ারও।

তবে রিয়াদ ও মুমিনুল ভক্তদের দুঃসংবাদের মাঝে আসতে পারে একটি সুসংবাদ, সেটি অবশ্য নাসির হোসেনের ভক্তদের জন্য। দীর্ঘদিন পর টেস্ট দলে দেখা যেতে পারে অলরাউন্ডার নাসিরকে। নির্বাচকদের ১৭ সদস্যের ঐ দলটায় নাকি বেশ শক্তপোক্তভাবেই আছে তার নাম।

বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৭টি টেস্টে খেলেছেন নাসির, আছে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি। দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য অস্ট্রেলিয়া সিরিজে নাসির হয়ে উঠতে পারেন বাংলাদেশের তুরুপের তাস।

তবে নাসিরের অন্তর্ভুক্তি কিংবা রিয়াদ-মুমিনুলের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত নয় এখনই। নির্বাচকদের দেওয়া সিদ্ধান্তের পরই বোঝা যাবে, কে জায়গা পাচ্ছেন দলে আর কে-ই বা হারাচ্ছেন!

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের