Scores

বাদ পড়ার পর জুনায়েদের টুইট ভাইরাল

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে প্রথমে ছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান। তবে ২০ মে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ পড়াটা যেন মানতে পারেননি তিনি। করেছেন টুইট।

বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এ কেমন প্রতিবাদ জুনায়েদের!

টুইটারে নিজের ছবিসহ একটি পোস্ট দিয়েছেন জুনায়েদ খান। সেই ছবিতে তার মুখ কালো টেপ দিয়ে আটকানো। ছবি দেখে মনে হবে যেন তার বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। তিনি ছবির সাথে লিখেন, “আমি কিছু বলতে চাই না। সত্য কথা তেতো হয়।”

Also Read - অবসরের কারণ জানিয়ে বোমা ফাটালেন ডি ভিলিয়ার্স


এ টুইট ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। অনেকেই মনে করেছেন এ টুইট একটি জোরালো প্রতিবাদ। জুনায়েদ খানের সেই ছবি শেয়ার করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের ফেইসবুক পাতাতেও।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজটা ভালো কাটেনি জুনায়েদ খানের। দুই ম্যাচ খেলে শিকার করে নিয়েছেন দুই উইকেট। রান বন্যার সিরিজে জুনায়েদ খানও ছিলেন খরুচে। এক ম্যাচে ৮ ওভারে ৫৭ রান ও অন্য ম্যাচে ১০ ওভারে ৮৫ রান দিয়েছেন তিনি।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির আর আসিফ আলী। বাদ পড়েছেন আবিদ আলী, জুনায়েদ খান আর ফাহিম আশরাফ।

এক নজরে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডঃ

সরফরাজ আহমেদ-(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস সোহেল, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল সরাসরি স্কোর, এবং সাম্প্রতিক খবর সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বিশ্বকাপে বাংলাদেশের ঘাটতি ছিল কোথায়?

২০১৯ বিশ্বকাপের সেরা ৫ ঘটনা

টুইটারে প্রশংসিত টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স

স্টেডিয়ামের বাইরে পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের ধস্তাধস্তি

ভিডিওঃ আফগানদের বিপক্ষে টাইগারদের জয়ের মুহূর্ত