Scores

বাদ পড়া স্টোকস ডাক পেলেন তৃতীয় টেস্টে

লর্ডসে ভারতের বিপক্ষে পাচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষেই ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য ১৩ সদস্যর দল ঘোষণা করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই দলে ছিলেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। মূলত তার উপর ঝুলে থাকা মামলার শুনানির কারণে রাখা হয়নি তাকে। অবশেষে রায় দেওয়া হয়েছে।

বাদ পড়া স্টোকস ডাক পেলেন তৃতীয় টেস্টে!
রায় শুনানির জন্য কোর্টে উপস্থিত ছিলেন স্টোকস। ছবিঃ এএফপি

জুরির রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস। রায় শুনানির পরপরই তাকে সংযুক্ত করা হয়েছে ১৮ আগস্ট ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টের স্কোয়াডে। তবে দেখার বিষয় একাদশে সুযোগ পায় কিনা। এজবাস্টনে ভারতের বিপক্ষে জয়ে ব্যাট ও বল হাতে বড় অবদান রেখেছিলেন স্টোকস। পরে তার মামলার কারণে বাদ দেওয়া হয় দ্বিতীয় টেস্ট থেকে।

তার বদলি লর্ডস টেস্টে সুযোগ পাওয়া ক্রিস ওকস লুফে নিয়েছেন সেই সুযোগটি। একাদশে জায়গা পেয়েই ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন ওকস। বল হাতেও পেয়েছেন উইকেট। তাছাড়া আরেক পেস অলরাউন্ডার কুরানও ছিলেন বেশ উজ্জ্বল। দেখার বিষয় তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পান কিনা। এইদিকে জুরির সিদ্ধান্তের পর ইসিবি জানিয়েছে ক্রিকেট শৃঙ্খলা কমিশন স্টোকসের বিরুদ্ধে তাদের সিদ্ধান্তের কথা জানাবে।

Also Read - বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির!


ইসিবির এক কর্মকর্তা জানান, ‘জুরির রায়ের পর স্টোকস এখন তৃতীয় টেস্টের দলের সঙ্গে যোগ দিতে পারবে।’

গত সেপ্টেম্বর ব্রিস্টলের এক বারের বাইরে কয়েকজনের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। তার সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় দলের সতীর্থ অ্যালেক্স হেলস। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখার পর নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার সময় পাচ টেস্ট, ৭ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি মিস করেছেন স্টোকস।

ওই ঘটনার পর অনেকেই স্টোকসের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আশংকা করেছিলেন। অনেকেই ভেবেছেন হয়ত খেলতে পারবেন আগামী অ্যাশেজ ও নিজেদের মাটিতে অনুষ্ঠিত হওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তবে জুরির রায়ের পর সেই শঙ্কা অনেকটাই কেটে গিয়েছে।

আরও পড়ুনঃ বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইংল্যান্ডকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

১০০ বলের ক্রিকেটের ড্রাফটে নাম লেখালেন আরও পাঁচ বাংলাদেশি

টটেনহামে স্টোকস, উচ্ছ্বসিত হ্যারি কেইন!

ভাইরাল ব্রিটিশ বৃদ্ধার আবেগি বিশ্বকাপ জয় উদযাপন

নিষিদ্ধ হলেন মরগান